জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“লীনার মতো বদ মহিলা আর একটাও নেই!”— ঠাট্টার ছলেই তোপ দাগলেন মানসী, লক্ষ্য লীনা গঙ্গোপাধ্যায়! মানসীর মন্তব্য ঘিরে ফের সরগরম টেলিপাড়া!

বাংলা বিনোদন জগতের অন্যতম শক্তিশালী নাম ‘মানসী সিনহা’ (Manasi Sinha)। তাঁর অভিনয় দক্ষতা যেমন অসাধারণ, তেমনই ব্যক্তিত্বেও তিনি সাহসী ও স্পষ্টবাদী। দীর্ঘদিন ধরে ছোটপর্দা ও বড়পর্দা, দুই ক্ষেত্রেই নিজের জায়গা পাকাপোক্ত করে রেখেছেন তিনি। শুধুমাত্র একজন সফল অভিনেত্রী হিসেবেই নয়, বর্তমানে পরিচালনার কাজেও যুক্ত হয়েছেন মানসী। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য পরিচিত এই অভিনেত্রী ফের একবার নিজের স্পষ্ট বক্তব্যে চমকে দিলেন দর্শক থেকে শুরু করে সহকর্মীদের।

সম্প্রতি একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে মানসী সিনহাকে দেখা যাচ্ছে বাংলা ধারাবাহিকের বিখ্যাত লেখিকা ‘লীনা গঙ্গোপাধ্যায়’ (Leena Ganguly) সম্পর্কে বেশ তির্যক মন্তব্য করতে। ক্যামেরার সামনে তিনি বলেন, “লীনার মতো বদ মহিলা আর একটাও নেই!” এই কথা শুনে মুহূর্তেই চমকে ওঠেন উপস্থিত অনেকে। স্পষ্টভাষী মানসীর মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যান অনুরাগীরাও। প্রশ্ন উঠতে শুরু করে, আদৌ কি কোনও পুরনো ক্ষোভ আছে এই দুই তারকার মধ্যে?

টলিউড, মানসী সিনহা, এটা আমাদের গল্প, Tollywood, manasi Sinha, Eta amader golpo

আসলে মন্তব্যটা নিতান্তই মজার, যার পেছনে রয়েছে এক পুরনো খুনসুটি। মানসী মজা করে বলেন, লীনা গঙ্গোপাধ্যায় অনেক সময় সরাসরি কিছু না বলে তাঁকেই দিয়ে কথা বলিয়ে নেন। এরপর সেই কথার জন্যই নাকি আবার মানসীকেই বিপদে পড়তে হয়! মানসী জানান, যখন তিনি কারও সঙ্গে লীনার হয়ে কিছু বলেন, তারপর নাকি লীনা নিজেই সেই কথা অস্বীকার করে ফেলেন, এবং বলে বসেন, তিনি নাকি কিছুই বলেননি। আর এইসব নিয়েই মানসীর মনে মজার অভিমান।

এই ঘটনা যদিও ঠাট্টা-তামাশার মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবে মানসীর মন্তব্য নিয়ে সমাজ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, “মজা করে হলেও এমন স্পষ্ট কথা বলা মানসীর পক্ষেই সম্ভব।” আবার অনেকে মনে করছেন, “প্রিয় পরিচালক ও অভিনেত্রীর এমন ঠাট্টার সম্পর্কই দেখায় যে তাঁদের মধ্যে বোঝাপড়া কতটা গভীর।” তবে ভিডিও ভাইরাল হওয়ার পর নেটপাড়ায় কেউ কেউ মজা করেই লেখেন“এটাই মানসী দির স্টাইল!”

শেষমেশ, বিষয়টা নিছকই মজার ছলে হলেও, এই ছোট্ট খোঁচার পিছনে রয়েছে ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ গল্পের স্বাদ। মানসী ও লীনার এই খুনসুটি প্রমাণ করে দেয়, টেলিভিশনের পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক কতটা রঙিন ও বাস্তবের কাছাকাছি। কখনও ঠাট্টা, কখনও রাগ, কিন্তু তার মাঝেই থেকে যায় পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ছাপ। এই কারণেই হয়তো তাঁদের কাজ মানুষের মনে এত দাগ কাটে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page