জন্মদিন মানেই প্রিয় মানুষের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত, যা সারা বছর মনে গেঁথে থাকে। অভিনেত্রী আরাত্রিকার কাছেও জন্মদিন বরাবরই পরিবারকে ঘিরেই উদযাপনের দিন ছিল। কিন্তু ২০২৫ সালে এসে তাঁর জন্মদিনে যোগ হল এক নতুন অধ্যায়। এই বছর জন্মদিনটা একেবারেই আলাদা ভাবে কাটালেন তিনি। পরিবারের পাশাপাশি তাঁর জীবনের দ্বিতীয় পরিবার অর্থাৎ কাজের সঙ্গী ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের গোটা টিমের সঙ্গে উদযাপন করলেন এই বিশেষ দিন।
এই মুহূর্তে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-তে অভিনয় করছেন আরাত্রিকা। সম্প্রতি ধারাবাহিকের পুরো ইউনিট কলকাতা থেকে মন্দারমনির উদ্দেশ্যে রওনা দেয় একটি ছোট সফরের জন্য। বাসের মধ্যেই শুরু হয়ে যায় হাসি মজা আড্ডা। সেই আনন্দের মাঝেই মধ্যরাতে ঠিক বারোটায় আসে আরাত্রিকার জন্মদিন। চলার পথেই সকলের ভালবাসায় ভরে ওঠে সেই মুহূর্ত, যা অভিনেত্রীর কাছে আজীবন স্মৃতি হয়ে থাকবে।
মন্দারমনির পথে কোলাঘাটে একটি রেস্টুরেন্টের সামনে থেমে জন্মদিন পালন করা হয়। সেখানেই কেক কাটতে দেখা যায় আরাত্রিকাকে। পরিচালক থেকে শুরু করে সহ অভিনেতা অভিনেত্রী সকলেই তাঁর পাশে ছিলেন। একে অপরের সঙ্গে ছবি তুলে আনন্দ ভাগ করে নেন সবাই। বাড়ির বাইরে এইভাবে সহকর্মীদের সঙ্গে জন্মদিন কাটানো আরাত্রিকার কাছে ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা, যা তাঁকে ভীষণভাবে আপ্লুত করেছে।
সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তগুলির ছবি শেয়ার করে আরাত্রিকা লেখেন, ২০২৫ সালের এই জন্মদিনটা একটু অন্যরকম। প্রতিবছর বাবা মা যেভাবে জন্মদিন পালন করেন, এই বছরও করেছেন। তবে এবছর মন্দারমনি যাত্রাপথে বাসের মধ্যে রাত বারোটায় এবং কোলাঘাটে ‘জোয়ার ভাঁটা’-র পুরো টিম জন্মদিন পালন করল। সকলের উপস্থিতিতে এত সুন্দর সময় কাটানোর জন্য নিজেকে সত্যিই ধন্য মনে হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ অবশেষে পরিণতি! রাজকীয় সাজে বিয়ের পিঁড়িতে আর্য-অপর্ণা! সিঁথিতে আর্যর নামের সিঁদুর উঠতেই, অপর্ণার মনে পড়ল আগের জীবন! বিয়ের রাতেই ভেসে উঠল অতীতের স্মৃতি, দেখা মিলল রাজনন্দিনীর! ‘চিরদিনই তুমি যে আমার’এ চরম মোড়!
তবে জন্মদিনে বাবা মায়ের সঙ্গেও কিছুটা সময় কাটিয়েছেন অভিনেত্রী। বাবা মায়ের কোলে বসে তোলা ছবি পোস্ট করে তিনি লেখেন, হ্যাপি বার্থডে টু মি, পিকচার আভি বাকি হে। কাজের দিক থেকেও সময়টা তাঁর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ‘জোয়ার ভাঁটা’র পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে শ্রীচৈতন্যের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই সেই নতুন লুক দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
