জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছলচাতুরি, ফাঁদ—কোনও কিছুই আর্য-অপর্ণাকে আলাদা করতে পারেনি!নায়ক-নায়িকার বিয়ে থামাতে শেষ দাওয়াই মীরার! দুর্ধর্ষ পর্ব আসতে চলেছে চিরদিন‌ই তুমি যে আমার-এ

আর্য-অপর্ণার বিয়ের ঘোষণায় যেন আকস্মিক বজ্রপাত মীরা ম্যাডামের জীবনে! বহুদিন ধরেই আর্য সিংহ রায়ের প্রতি নিজের অধিকার জাহির করে এসেছেন তিনি। ছলচাতুরি, ফাঁদ—কোনও উপায়ই বাদ রাখেননি আর্য-অপর্ণাকে আলাদা করতে। অথচ যত বারই তাঁর পরিকল্পনা সফল হওয়ার মুখে, ঠিক তত বারই ব্যর্থতার মুখ দেখে ফিরতে হয়েছে মীরাকে। কারণ ভালবাসা শেষমেশ জিতে গিয়েছে প্রতিবার। আর এ বার তো কাগজে কলমে বিয়ের কথাও পাকাপাকি—শীঘ্রই চার হাত এক হবে ধারাবাহিকের প্রিয় জুটি।

কিন্তু এ সবের মাঝে কোথায় ‘চিরদিনই তুমি যে আমার’-এর দাপুটে ভিলেন মীরা? সে কি চুপচাপ মেনে নেবেন আর্য-অপর্ণার মিলন? নাকি ভিতরে ভিতরে ঝড় তৈরি হচ্ছে? দর্শকের কৌতূহল চরমে—আগামী পর্বে কি এমন কিছু ঘটতে চলেছে যা বদলে দেবে পুরো সমীকরণ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে যোগাযোগ করা হয়েছিল মীরা চরিত্রাভিনেত্রী তন্বী লাহা রায়ের সঙ্গে। শ্যুটিং ফাঁকে অভিনেত্রী জানালেন, এখনই হতাশ হওয়ার কোনও কারণ নেই! তাঁর কথায়, “বিয়ের কথা হয়েছে ঠিকই, কিন্তু বিয়ে এখনও হয়নি! শেষ মুহূর্ত পর্যন্ত আমি লড়ব।” হাসতে হাসতেই মীরার ভেতরের জেদ আর জয় করার নেশাটুকুই যেন আর বার করে দিলেন তন্বী।

তবে বদলে গিয়েছে দর্শকের মনোভাব—তা নিজেই স্বীকার করলেন অভিনেত্রী। আগে তাঁকে পর্দায় দেখলেই দর্শকের ক্ষোভ উথলে উঠত, গালিগালাজও চলত! এখন সেই পরিস্থিতি অনেকটাই উল্টো। “এখন প্রায় ৭০ শতাংশ দর্শক আমার পাশে দাঁড়াচ্ছেন! এটা অবশ্যই আমাকে অবাক করেছে,” বললেন তন্বী। অর্থাৎ খলনায়িকা হয়েও তিনি সমর্থনের মুখ দেখছেন অনেক বেশি।

এদিকে গুঞ্জন—রাগের মাথায় কি ‘এএসআর’-কে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা আঁটছেন মীরা ম্যাডাম? এমন প্রশ্নে হেসে উড়িয়ে দিলেন তিনি। “না না, বোমা-টোমা কিছুই নয়!”—দরাজ হাসিতে জবাব তাঁর। তবে দর্শকের সমর্থন যদি আরও বাড়তে থাকে, চিত্রনাট্য কি মীরার পক্ষে ঘুরে দাঁড়াবে? আর্য-অপর্ণার প্রেমকথা কি বিপদের মুখে পড়বে? উত্তরের জন্য এখন তাকিয়ে থাকতে হবে পরের পর্বের দিকেই—কারণ এই লড়াইয়ে মীরা এখনো গুটিয়ে নেই, বরং আরও লড়াই বাকি!

Piya Chanda

                 

You cannot copy content of this page