জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমার আর শুভশ্রীর মধ্যে কোনওদিনই খারাপ সম্পর্ক ছিল না, সবটাই দর্শকদের ধারণা” – দাবি মিমি চক্রবর্তীর! ‘এখন সবাই ছবির প্রোমোশনের স্বার্থে বন্ধু হচ্ছে, যেমনটা দেব-শুভশ্রীর ধুমকেতুর ক্ষেত্রে হয়েছিল’ কটাক্ষ নেটিজেনদের

টলিউডে মিমি চক্রবর্তী নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তার নতুন ছবি ‘রক্তবীজ ২’ মুক্তির আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় নায়িকার বিকিনি লুক নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি জানালেন, ‘এটি আমার প্রথম ছবিতে এমন সাহসী লুক এবং দর্শকদের নতুন কিছু দিতে পারলে সিনেমার প্রতি আগ্রহ থাকবে না।’

অভিনেত্রী জানিয়েছেন, ‘এমন ধরনের দৃশ্য ১০ বছর আগেও করার কথা তিনি ভাবতে পারেননি কিন্তু শুটিংয়ের সময় তার সহ-অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং যদি ইউনিটের সঙ্গে স্বাচ্ছন্দ্য না থাকতো, এমন দৃশ্য হতো না।’ অর্থাৎ অভিনেত্রীর কথা থেকে স্পষ্ট, তার সহঅভিনেতার সঙ্গে এবং তার সম্পূর্ণ টিমের সঙ্গে তিনি কতটা খোলামেলাভাবে মিশে গেছেন সেই কারণেই তাদের সামনে এমন দৃশ্য শুট করতে তার কোন সমস্যা হয়নি।

অভিনেত্রী জানান, তার কাছে যখন প্রথমে বিকিনি লুকে শুট করতে হবে এমন প্রস্তাব আসে তখন এক্সাইটমেন্টে হ্যাঁ বলে দেন, কিন্তু তিনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন সেই কারণে দৈনন্দিন জীবনের অনেক কিছুই তাকে চেঞ্জ করতে হয়েছে। ঘুম, রিকভারি, এক্সারসাইজ সবই নির্দিষ্ট সময়ে করা হয়েছে। তিন থেকে চার মাস যখন অভিনেত্রী এই জীবনযাত্রার একদম শেষ মুহূর্তে এসে পৌঁছান, ঠিক তখনই তাকে সিনেমার টিম থেকে জানানো হয় এখন হয়তো শুটিং করা সম্ভব নয়, কারণ যেসব লোকেশন ঠিক করা হয়েছিল কোন জায়গাতেই ঠিকঠাক আবহাওয়া পাওয়া যাচ্ছিল না। সেটা শুনেই মিমি চক্রবর্তী কেঁদে দিয়েছিলেন কারণ এতদিনের কষ্টের ফল হঠাৎ করেই শেষ হয়ে যেতে বসেছিল। কিন্তু তারপর সেই সময় শুটিং হয় তাইল্যান্ডের ভার্জিন বিচ-এ।

এই প্রসঙ্গের বাইরে এসে মিমি চক্রবর্তী এবার মুখ খুললেন শুভশ্রী এবং তার সম্পর্ক নিয়ে। সম্প্রতি তাদের করা একটি রিল ভাইরাল হয়েছে যেখানে শুভশ্রী গাঙ্গুলী মিমি চক্রবর্তীকে টলিউডের দীপিকা পাদুকোন বলেছেন। সেই রিল মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়ার অন্যতম কারণ হলো, রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি চক্রবর্তীর পুরনো সম্পর্ক। শুভশ্রীর সঙ্গে বিয়ের আগে রাজের সঙ্গে মিমির সম্পর্ক ছিল, কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং রাজ বিয়ে করেন শুভশ্রীকে। তারপর থেকে বহু বছর ধরে দর্শক আর একসঙ্গে মিমি-শুভশ্রীকে দেখেননি, কিংবা তাদের প্রসঙ্গ নিয়েও কোনও আলাপ-আলোচনা শোনা যায়নি।

এই প্রসঙ্গে মিমি চক্রবর্তী জানান, “আমার এবং শুভশ্রীর মধ্যে সম্পর্ক আগাগোড়াই ভালো ছিল। আমার কোনও কাজ শুভশ্রী দেখলে সে আমাকে নিজে জানাত কেমন কি হয়েছে। আমিও যেগুলো দেখতাম, সেগুলো নিয়ে শুভশ্রীর সঙ্গে কথা হতো। আসলে দর্শকদের মনে হতো যে আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই বা খারাপ সম্পর্ক, আর সেটাই এতদিন ধরে সবাই ভেবে এসেছে। কিন্তু বাস্তবে আমাদের মধ্যে প্রথম থেকেই সব কিছু ঠিক ছিল।”

অভিনেত্রীর এই মন্তব্যে স্পষ্ট, গুঞ্জন এবং দর্শকদের কল্পনা থেকে ভিন্ন বাস্তব ছিল। আজও শুভশ্রী ও মিমি একে অপরকে সম্মান করেন এবং বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন। তাই বহু বছর পর তাদের একসঙ্গে দেখা পাওয়ায় ভক্তদের মধ্যেও কৌতূহল যেমন তুঙ্গে অন্যদিকে কিছু নেটিজেনরা আবার মন্তব্য করেছেন টলিউডের যাদের মধ্যে আগে মনোমালিন্য ছিল বর্তমানে নিজেদের ছবি প্রোমোশনের জন্য সবাই দেখছি এখন বন্ধু হয়ে যাচ্ছে যেমনটা দেব-শুভশ্রীর ধুমকেতু’র সময় দেখা গিয়েছিল।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page