জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সিনেমা হলে বসে রোমান্টিক সিনেমা দেখতে দেখতে কাছাকাছি মিঠাই সিদ্ধার্থ!মিঠাইকে কিস করবে উচ্ছেবাবু?

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। রাত আটটা বাজলেই মা কাকিমারা সব কিছু ছেড়ে বসে পড়ে টিভির সামনে। সুখে-দুখে মিষ্টিমুখে মিঠাই দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল।

টিআরপি রেটিংয়ে একটু করে নাম্বার কমতে থাকলেও দর্শকদের মনে কিন্তু মিঠাই ধীরে ধীরে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। মিঠাই এর জন্মদিনে থাকবে বলে ঝগড়া করে সিদ্ধার্থ নিজের চাকরি ছেড়ে দিয়েছে। তাই এখন বাড়িতেই বসে আছে সে আর মিঠাই সঙ্গে তার টুকটাক ঝগড়া লেগে থাকছে।

তবে উচ্ছে বাবু তার মিঠাই কে নিজে থেকেই সরি বলেছে। আর মিঠাইকে সঙ্গে নিয়ে রোমান্টিক সিনেমা দেখতে যাবে বলেছে। আজকের এপিসোডে দেখা যাবে যে মিঠাই সিনেমাহলের সামনে আগে থেকেই গিয়ে দাঁড়িয়ে আছে। উচ্ছেবাবু তাকে দেখে সারপ্রাইজড হয়ে যাবে।

এছাড়া আরও জানা যাচ্ছে যে হলে সিনেমা দেখতে গিয়ে মিঠাই এবং সিদ্ধার্থ একে অপরের বেশ কাছাকাছি চলে আসবে। তাদের মধ্যে তৈরি হবে রোমান্টিক পরিবেশ।তাহলে কি এবার সিদ্ধার্থ মিঠাই রানীকে চু’মুটা খেয়েই ফেলবে? জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page