পথিকৃৎ বসুর নতুন ছবি “শ্রীমান ভার্সেস শ্রীমতি” (Shriman Vs Shrimati) নিয়ে চর্চা তুঙ্গে। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি ভারতের দীর্ঘতম ডিভোর্স (Divorce Case) কেসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) , অঞ্জন দত্ত, এবং অঞ্জনা বসুকে। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির প্রচারের সময়ই বর্তমান যুগের প্রেম-ভালোবাসা থেকে শুরু করে টলিউড-বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলাখুলি মত প্রকাশ করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
সময়ের সঙ্গে সম্পর্কের গড় আয়ু কেন কমে যাচ্ছে? এ প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, বর্তমান প্রজন্ম প্রেমকে আর আগের মতো গুরুত্ব দেয় না। ভালোবাসা যেন শুধুই একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সবাই নিজের মতো করে বাঁচতে চায়, তবে সেটা কোনো দোষ নয়। কিন্তু সেই ব্যক্তিস্বাতন্ত্র্য অনেক সময় সম্পর্কের স্থায়িত্ব কমিয়ে দিচ্ছে। তার মতে, প্রেম মানে শুধু আবেগ নয়, সেটা টিকিয়ে রাখার জন্য পরিশ্রমও করতে হয়। প্রথম দেখাতেই প্রেম, কিন্তু কীভাবে টিকবে সম্পর্ক?

মিঠুন বিশ্বাস করেন, ভালোবাসা প্রথম দেখাতেই হতে পারে। তবে শুধু প্রেম হলেই সম্পর্ক টিকে যায় না, বরং সময়ের সঙ্গে সেটাকে নতুন করে আবিষ্কার করতে হয়। তার কথায়, অনেক সম্পর্কের শুরু হয় প্রচণ্ড আবেগ দিয়ে, কিন্তু পরে একঘেয়েমি চলে আসে। তিনি নিজে দীর্ঘ ৫০ বছরের বিবাহিত জীবনে সেই একঘেয়েমি কাটিয়ে সম্পর্ককে কীভাবে টিকিয়ে রেখেছেন, তা নিয়েও কথা বলেন। তার মতে, ভালোবাসার মধ্যেও নতুনত্ব রাখা জরুরি, নাহলে সম্পর্ক হারিয়ে যায়।
আরও পড়ুনঃ অপর্ণার মুখে সেই পুরনো কথা! হঠাৎ চমকে উঠল আর্য! কি লুকোচ্ছে সে? রহস্য ঘনাচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে!
শুধু ব্যক্তিগত জীবন নয়, বাংলা চলচ্চিত্র জগতের বর্তমান অবস্থাও নিয়ে মুখ খুলেছেন মিঠুন। তিনি স্পষ্ট জানিয়েছেন, টলিউডের বাজেটের সীমাবদ্ধতা এখনও কাটেনি। তার কথায়, “আমি এক কোটি টাকা পারিশ্রমিক নিই, কিন্তু তার বেশি টলিউডে বাজেট বাড়ানো সম্ভব হচ্ছে না। হঠাৎ তাড়াহুড়ো করে সিনেমা বানানোর চেয়ে একটু পরিকল্পনা করে বানালে বাজেটের সমস্যাও কিছুটা কমতে পারত।” টলিউডের পাশাপাশি বলিউডের অবস্থাও খুব একটা ভালো নয় বলে মনে করেন মিঠুন।
তার মতে, এখন ছবি মুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট উৎসব বা বড় দিনের অপেক্ষা করতে হয়, কারণ সাধারণ সময়ে রিলিজ করলে সিনেমা সেভাবে ব্যবসা করতে পারে না। এটি স্পষ্ট ইঙ্গিত যে বলিউডও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মিঠুন চক্রবর্তীর এই বক্তব্য বর্তমান সময়ের বিনোদন জগতের বাস্তবতাকে তুলে ধরেছে। ভালোবাসার পরিবর্তিত সংজ্ঞা থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রির কঠিন বাস্তবতা এবং তাঁর করা মন্তব্য দর্শক ও সিনেপ্রেমীদের ভাবতে বাধ্য করছে।