জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমার সবকিছু বন্ধ করে দেওয়া হয়, রীতিমতো মারধর করা হতো!” অত্যাচারের শিকার টেলি অভিনেত্রী, স্ট্রাগল নিয়ে মুখ খুললেন বর্ণীনি চক্রবর্তী

আজকালকার দিনে গ্ল্যামার ওয়ার্ল্ডে এমন অনেক শিল্পীরা রয়েছেন যারা অনেক কষ্ট করে একটু একটু করে বিনোদন জগতে নিজের জায়গা করে নিচ্ছে। বিশেষত অভিনয়ের দুনিয়াটা বাইরে থেকে ঝা চকচকে লাগলেও এই জগতের সুযোগ পাওয়া বড়ই কষ্টের।

এই প্রতিযোগিতার দুনিয়ায় নানা মুখের ভিড়ে নিজেকে পরিচিতির আলোয় আনা কম বড়ো কথা নয়। সম্প্রতি টলিউড জগতের এমনই এক অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরলেন টিভির পর্দায়। অভিনেত্রীর নাম বর্ণীনি চক্রবর্তী।

বর্ণীনিকে মূলত ছোট পর্দার পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায়। জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকের সুবাদে পরিচিতি পায় দর্শকদের কাছে। তবে এর আগেও একাধিক সিরিয়ালে অভিনয় করলেও এই সিরিয়ালে ভিলেনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয় অভিনেত্রী।

সম্প্রতি এই অভিনেত্রী জি বাংলা দিদি নাম্বার ওয়ানে এসে জীবনের নানান অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। অভিনেত্রী জানান, মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি। ছোটবেলা থেকে নাচ ভালবাসতেন বলে সেই নিয়েই পড়াশোনা করেন বর্ণীনি। অভিনেত্রীর কথায়, “বাবার মাথায় কে ঢোকালো যে মেয়েরা বাড়ির বাইরে কোনও কাজ করতে পারবে না”। এমনকি তিনি আরো বলেন, “নাচ ছিল ঠিক আছে। কিন্তু অভিনয় আসলেই সব কিছু বন্ধ করে দেওয়া এরপর অত্যাচার আরও বেড়ে যায়। আমাকে রীতিমত মারধর করা হতো”।

অত্যাচার সহ্য করতে না পেরে তিনি সেই জায়গা থেকে বেরিয়ে আসেন এবং মনে মনে ঠিক করেন এই জায়গা থেকে না বেরোলে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। বর্তমানে অভিনেত্রী মা এবং বোনকে নিয়ে কলকাতায় ভাড়া থাকেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page