জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“রাখে হরি তো মারে কে!” পারুলের হাতে রায়ানের ভাগ্যের চিঠি, এবার কি শেষ হবে তার দাদাগিরি? ‘পরিণীতা’তে আসছে বড় ধামাকা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) প্রতিদিনই দর্শকদের জন্য নতুন নতুন চমক নিয়ে আসছে। এবার গল্প এক নতুন মোড় নিতে চলেছে, যেখানে পারুল আবারও সাহসের সঙ্গে রায়ানের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কলেজে নিজের প্রভাব খাটিয়ে এতদিন সবকিছু নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত ছিল রায়ান ও তার বন্ধুরা, কিন্তু এবার তাদের সামনে এক কঠিন চ্যালেঞ্জ।

আজকের পর্বে দেখা যাবে, রায়ান এবং তার বন্ধুরা মরিয়া হয়ে চেষ্টা করছে যাতে কলেজের ডিনের কাছে তাদের সাসপেনশন লেটার পৌঁছাতে না পারে। তাই তারা ডিনের ঘরের আশেপাশে কড়া নজরদারি চালাচ্ছে, যাতে কোনোভাবেই চিঠিটি তাদের হাতে না যায়। অন্যদিকে, পারুল এই চক্রান্তের গন্ধ পেয়েছে এবং ঠিক করে ফেলেছে যে এবার রায়ানদের আসল শাস্তি হওয়া দরকার।

পরিণীতা, parineeta, parineeta today episode 26 march, পরিণীতা আজকের পর্ব ২৬ মার্চ, zee Bangla, জি বাংলা

প্রোমোতে দেখা যায়, পারুল দূর থেকে লক্ষ্য করে যে কলেজের পিয়ন একটি চিঠি নিয়ে কোথাও যাচ্ছে। সন্দেহ হওয়ায় সে পিয়নের কাছে গিয়ে জানতে চায়, “এটা কি রায়ান বসুর চিঠি?” পিয়নও স্বাভাবিকভাবেই জানায় যে হ্যাঁ, এটি রায়ানের সাসপেনশন লেটার। এরপর পারুল দৃঢ় কণ্ঠে বলে, “এই চিঠি যদি আমি নিয়ে যাই, তাহলে কি কোনো সমস্যা আছে?” পিয়ন কোনো সন্দেহ ছাড়াই চিঠিটা পারুলের হাতে তুলে দেয়।

চিঠি হাতে নিয়ে পারুল আত্মবিশ্বাসের সঙ্গে বলে, “রাখে হরি, তোমারে কে! পিয়ন কাকাকে তো আটকালে, এবার আমাকে কিভাবে আটকাবে?” এই দৃশ্য দেখেই স্পষ্ট, পারুল এবার রায়ানের বিরুদ্ধে একেবারে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। সে কি পারবে রায়ানদের অন্যায়ের পর্দাফাঁস করতে? নাকি রায়ান ও তার বন্ধুরা আবারও কোনো নতুন চাল চালবে?

এই ঘটনার পর দু’জনের সম্পর্ক নতুন কোনো পথে মোড় নেবে? এই উত্তেজনাপূর্ণ মোড় নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল তুঙ্গে। পারুলের এই পদক্ষেপ রায়ানের সঙ্গে তার সম্পর্কের চূড়ান্ত ভাঙন ঘটাবে নাকি নতুন কোন সমীকরণ তৈরি করবে? এই টানটান পর্ব মিস করা যাবে না! আজ রাত ৮টায় চোখ রাখুন জি বাংলার ‘পরিণীতা’তে, কারণ অপেক্ষা করছে আরও বড় চমক!

Piya Chanda