জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মডেলিংয়ের পর এবার রুপোলি পর্দায় ফেরার ইঙ্গিত ‘উমা’র! বলিউডে পা রাখার পথে যিশু-কন্যা সারা সেনগুপ্ত

বাবা ‘যিশু সেনগুপ্ত’ (Jishu Sengupta) টলিউড ও বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বহু আগেই। তাঁর কন্যা সারা সেনগুপ্তকেও (Sara Sengupta) প্রথমবার বড় পর্দায় দেখা গিয়েছিল বাংলা ছবি ‘উমা’ (Uma) -তে। শিশুশিল্পী (Child artist) হিসেবে অভিনয় করলেও এরপর আর সিনেমার পর্দায় দেখা যায়নি সারাকে।

অভিনয়ে ফিরবেন কি না, তা নিয়ে তেমন কোনো ইঙ্গিতও ছিল না। তবে এবার নতুন জল্পনা ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। সম্প্রতি মুম্বাইতে পাড়ি জমিয়েছেন সারা। শহর ছেড়ে নতুন জীবনে পা রেখেছেন তিনি, যেখানে তাঁর মূল ফোকাস মডেলিং ও ফ্যাশন দুনিয়া। আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি নামী ফ্যাশন শো-এর র‍্যাম্পেও আত্মপ্রকাশ করেছেন।

image 81

স্টাইল ও আত্মবিশ্বাসের মিশেলে ইতিমধ্যেই নজর কেড়েছেন অনেকে। মা নীলাঞ্জনা সেনগুপ্ত মেয়ের এই সাফল্যে ভীষণ গর্বিত। যদিও ব্যক্তিগত কারণে শোতে উপস্থিত থাকতে পারেননি, তবুও ভিডিও কলে সারার সঙ্গে যুক্ত ছিলেন পুরো সময়। তবে বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, মুম্বাই যাত্রার আসল কারণ শুধুই মডেলিং নয়। গুঞ্জন উঠেছে, সারা নাকি এবার বলিউডে পা রাখতে চলেছেন!

ফ্যাশন দুনিয়ায় সফল অভিষেকের পর তিনি অভিনয়ের দিকেও মনোনিবেশ করতে চান। দীর্ঘদিন সিনেমা থেকে দূরে থাকলেও বলিউডের হাত ধরেই পর্দায় ফিরতে পারেন বলে মনে করছেন অনেকে। যদিও এ বিষয়ে সারা বা তাঁর পরিবার এখনো মুখ খোলেননি। তবে অনুরাগীদের মনে প্রশ্ন, বাবার মতো তিনিও কি বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই সমান স্বচ্ছন্দ হবেন?

নাকি পুরোপুরি বলিউডেই কেরিয়ার গড়বেন? সময়ই দেবে এই প্রশ্নের উত্তর। ফ্যাশন থেকে অভিনয়—নতুন অধ্যায়ের শুরু হয়েছে সারার জীবনে। ভবিষ্যতে তাঁর পথ কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়। তবে একথা নিশ্চিত, তিনি যা-ই করুন, নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়েই জায়গা করে নেবেন ইন্ডাস্ট্রিতে!

Piya Chanda

                 

You cannot copy content of this page