গ্ল্যামার ওয়ার্ল্ড কিংবা অভিনয় জগত, নামটা শুনলেই মনে হয় লাইট-ক্যামেরা-অ্যাকশনের কথা। কার্যত, এই দুনিয়ায় দিনের পর দিন টিকে থাকার লড়াই করতে হয় প্রতিটা শিল্পীদের। এমনকি, অনেক অভিনেতা-অভিনেত্রীরা যাঁদের এক সময় দেখা গেলেও আজ পর্দা থেকে হারিয়ে গেছেন। এমনই এক বর্ষিয়ান অভিনেত্রী হলেন সুস্মিতা চক্রবর্তী (Sushmita Chakraborty)।
এক সময়ে সুস্মিতা চক্রবর্তী ছোটো পর্দায় চুটিয়ে কাজ করলেও বর্তমানে তাঁকে আর দেখা যায় না। প্রসঙ্গত, অভিনেত্রীকে সিরিয়াল কিংবা সিনেমা মা-কাকিমাদের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

সম্প্রতি এক ইন্টারভিউতে অভিনেত্রী তুলে ধরলেন মনের কথা। কিছুটা আক্ষেপ নিয়ে সুস্মিতা দেবী জানালেন, “আগে ভালোবেসে সম্মান করে মানুষ ডেকে নিয়ে যেত কাজ করতাম। তবে এখন আর সেই সুযোগটা নেই। এখন আর এত ডাক পাই না। তবে কেউ যদি ডাকে আমায় সুযোগ দেয় তাহলে অবশ্যই আছি কিন্তু আমি যেচে পড়ে কারো কাছে কাজ চাইতে পারব না। সবাই সবটা করতে পারে না”।
আরও পড়ুনঃ মডেলিংয়ের পর এবার রুপোলি পর্দায় ফেরার ইঙ্গিত ‘উমা’র! বলিউডে পা রাখার পথে যিশু-কন্যা সারা সেনগুপ্ত
অভিনেত্রী আরও জানান, “একজন শিল্পী হিসাবে কাজ করতে পারছি না কষ্ট হচ্ছে। অর্থনৈতিক কষ্ট তো আছে, কারণ এটা আমার আর আমার স্বামীর রুটি রোজগার তাই কষ্ট তো রয়েছেই। তবে তার থেকে বেশি কষ্ট দেয় আমি একজন শিল্পী হয়ে অভিনয় করতে পারছি না। খিদে রয়েছে কিন্তু খিদেটা এখন আর মেলে না। আবেগগুলো আটকে আছে”।