জি বাংলার ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) যেন সম্পর্কের জটিলতার এনসাইক্লোপিডিয়া! প্রেম, বিয়ে, পরকীয়া, বিশ্বাসঘাতকতা—সব একসঙ্গে মিশিয়ে এমন একটা খিচুড়ি বানানো হয়েছে, যা দেখে দর্শকদের সীমাহীন ক্ষোভ! শুরুতে তিন বোনের গল্প ছিল, এখন পুরো কাহিনি ঘুরপাক খাচ্ছে কে কাকে কবে, কীভাবে কাঁদাবে সেটা নিয়ে! আর এবার তো একেবারে নতুন ধামাকা—অনির্বাণ কি নীলুর প্রেমে পড়ছে?
বর্তমানে এই ধারাবাহিকের ইউএসপি যেন পরকীয়ায় পরিণত হয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, গভীর রাতে ল্যাপটপে মগ্ন অনির্বাণের সামনে এসে হাজির নীলু। শুরু হলো মিষ্টি কথাবার্তা, তারপর নীলু তার হাতে হাত রাখল! ওমা, ঠিক তখনই সেখানে ঢুকে পড়ল রাই! ব্যাস, যা হওয়ার তাই হলো—নেটপাড়ায় শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। দর্শকদের একটা বড় অংশের বক্তব্য, অনির্বাণ চরিত্রটা দিনে দিনে এতটাই ‘শান্ত ও সহজ’ হয়ে গেছে যে, কেউ হাতে হাত রাখলে সে না বলতে পারে না!

অন্যদিকে, নীলুর উদ্দেশ্য একদম পরিস্কার—সে এই সংসারটা আরও একবার কাঁদিয়ে দিতে এসেছে। এর মধ্যেই রাইয়ের চরিত্র নিয়ে শুরু হয়েছে সমালোচনা। দর্শকরা বলছেন, প্রতিবার নতুন নতুন নারীর সঙ্গে জড়ানোর পরও কিভাবে অনির্বাণকে মেনে নিচ্ছে রাই? এবার রাইয়ের জীবন মোটামুটি একটা ওয়েব সিরিজের মতো—প্রথম সিজনে শৌর্যের জন্য কেঁদেছিল, দ্বিতীয় সিজনে অনির্বাণের জন্য, আর তৃতীয় সিজনে নীলুর জন্য কাঁদতে দেখা যাবে! বেচারা অনির্বাণও কম যায় না—প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, এখন শালী—সবাইকে সামলাতে গিয়ে সে নিজেই কনফিউজড!
আরও পড়ুনঃ কেউ ডাকে না, রয়েছে তীব্র অর্থকষ্ট! “আমি যেচে পড়ে কারর কাছে কাজ চাইতে পারব না!” দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা চক্রবর্তী
ধারাবাহিকের লেখকরা হয়তো এখন ভাবছেন, এবার অনির্বাণকে কার সঙ্গে জড়ালে টিআরপি বাড়বে! এদিকে, টিউমার অপারেশনের এক বছর হতে না হতেই অন্তঃসত্তা রাই! চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাইয়ের তো সম্পূর্ণ বিশ্রামে থাকার কথা, কারণ সে অন্তঃসত্ত্বা। কিন্তু না, গল্পের স্বার্থে তার মাথায় এসব কিছুই নেই! নীলু কি শুধুই সংসার ভাঙার চেষ্টা করছে, নাকি রাই ও তার সন্তানের জন্যও কোনো নতুন বিপদ অপেক্ষা করছে? তবে কি এবার নীলুর প্রেমে পড়লো অনির্বাণ? রাই কি আবার একবার ডিভোর্সের পথে গিয়ে হ্যাট্রিকটা করেই ফেলবে?
নেটিজেনদের মতে, নীলু আরেকটু চেষ্টা করলে অনির্বাণকে টেলিভিশনের ইতিহাসের প্রথম ‘ট্রিপল বিয়ে করা জামাইবাবু’ বানিয়েই ছাড়বে! এই নতুন প্লট দেখে দর্শকরা স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। একদল বলছে, সিরিয়ালের গল্প যতই হাস্যকর হোক, দেখতে মজাই লাগছে! আরেকদল বলছে, এবার সত্যিই মিঠিঝোরা অসহ্যকর হয়ে গেছে! তবে এক কথা বলা যায়, এতদিন যাদের প্রেমের গল্প শুনে হাঁপিয়ে উঠেছেন, তারা এবার মিঠিঝোরা দেখে জানতে পারবেন, সম্পর্কের গোলকধাঁধায় হারিয়ে যাওয়া কাকে বলে!