টেলিভিশনের জনপ্রিয় জুটি ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya) ও ‘রুবেল দাস’ (Rubel Das) সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ প্রেমের পর ১৯ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন এই তারকা-দম্পতি। বিয়ের পর দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন—একদিকে শ্বেতা অভিনয় করছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ (kon gopone mon bheseche) ধারাবাহিকে, আর অন্যদিকে রুবেল কাজ করছেন ‘তুই আমার হিরো’তে (Tui Amar Hero)।
তবে ব্যস্ততার মাঝেও নিজেদের ছোট্ট সুখের জগৎটাকে পরিপূর্ণভাবে উপভোগ করছেন তাঁরা। সম্প্রতি শ্বেতা একটি বিশেষ আনন্দের খবর ভাগ করে নিয়েছেন তাঁর অনুরাগীদের সঙ্গে। তাঁদের সংসারে এসেছে এক ছোট্ট সদস্য! যে এখন তাঁদের জীবনের বিশেষ অংশ হয়ে উঠবে। এই নতুন অতিথির আগমনে শ্বেতা এতটাই উচ্ছ্বসিত যে, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খুশির মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

তবে কি বিয়ের দু’মাসের মাথায় রুবেল-শ্বেতার জীবনে আসতে চলেছে সন্তানের সুখ? অনুরাগীরাও জানতে উৎসুক—কে এই নতুন অতিথি? আসলে শ্বেতার এক অনুরাগী তাঁকে উপহার দিয়েছেন একটি ছোট্ট পুতুল চাবির রিং। কিন্তু সেটাকে শুধুই খেলনা হিসেবে দেখেননি অভিনেত্রী, বরং সেই পুতুলটিকে ভালোবেসে নিজের সন্তানের মতোই গ্রহণ করেছেন। একেবারে নিজের মেয়ে বলে ঘোষনা করে দিয়েছেন।
আরও পড়ুনঃ শালী জামাইবাবুর সম্পর্ক কলঙ্কিত হচ্ছে! প্রথম, দ্বিতীয় স্ত্রীর পর, এবার শালীর দিকে নজর অনির্বাণের! ‘পরকীয়াঝোরা’ বন্ধের দাবি নেটিজেনদের!
আদর করে নামও রেখেছেন ‘তুর্তুরি’। শ্বেতার মতে, তুর্তুরি তাঁর সৌভাগ্যের প্রতীক, আর তাই তিনি সেটিকে সবসময় নিজের কাছেই রাখতে চান। এই মিষ্টি মুহূর্ত শেয়ার করে শ্বেতা বুঝিয়ে দিলেন যে, জীবনের ছোট ছোট আনন্দও তিনি কেমন ভালোবাসেন। যদিও এটা নিছকই একটি খেলনা, তবে শ্বেতা-রুবেলের জীবনে তা বিশেষ স্থান পেয়ে গেছে। অনুরাগীরাও এই ঘটনায় আপ্লুত, তাঁদের মতে শ্বেতা-রুবেল শুধুই অনস্ক্রিন নয়, বাস্তব জীবনেও ঠিক ততটাই মনকাড়া এক জুটি!