জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নায়ক বদল? ‘চিরদিনই তুমি যে আমার’-এ বদলে যাচ্ছে আর্যর মুখ! জিতু কমলের জায়গায় কে?

সম্প্রতি জি বাংলায় ১০ মার্চ থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)‘দিতিপ্রিয়া রায়’ (Ditipriya Roy) এবং ‘জিতু কমল’ (Jeetu Kamal) অভিনীত এই ধারাবাহিকটি অসমবয়সী প্রেমের কাহিনি নিয়ে গড়ে উঠেছে, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। শুরু হয়েছে মাত্র কিছুদিন, আর এর মধ্যেই গল্পে বড় মোড়!

নায়ক চরিত্রে জিতু কমলকে দেখতে অভ্যস্ত দর্শক, কিন্তু সম্প্রতি ধারাবাহিকের প্রোমোতে মুখ বদলের ইঙ্গিত! জনপ্রিয় অভিনেতা ‘অর্কজ্যোতি পাল চৌধুরী’ (Arka Jyoti Paul Chaudhury) এই সিরিয়ালে প্রবেশ করেছেন, যা নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে, তাহলে কি জিতুর জায়গায় এবার দেখা যাবে তাঁকে? যাঁর চেহারা ও স্টাইল অনেকটাই জিতু কমলের চরিত্রের সঙ্গে মিলে যাচ্ছে।

আর এখানেই শুরু হয়েছে গুঞ্জন, তাহলে কি এত তাড়াতাড়ি মুখ বদল করছে ধারাবাহিকের প্রধান চরিত্র? অনেকেই মনে করছেন, হয়তো গল্পের মোড় ঘুরিয়ে নায়কের পুরনো লুক পরিবর্তন করে নতুন মোড়কেই ফিরিয়ে আনা হচ্ছে। তবে এই ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছে ধারাবাহিকের সাম্প্রতিক এক দৃশ্য, যেখানে নায়িকা অপর্ণা (দিতিপ্রিয়া রায়) অর্কজ্যোতি পাল চৌধুরীকে ‘আর্য’ বলে ডাকছেন!

তাঁর হাবভাব, চোখের ভাষা, এমনকি কথা বলার ধরণও যেন অনেকটা মিল খাচ্ছে জিতুর চরিত্রের সঙ্গে। আর এতেই দর্শকদের মধ্যে ধোঁয়াশা চরমে উঠেছে—তাহলে কি ‘চিরদিনই তুমি যে আমার’-এর গল্পে শুরুতেই নায়ক পরিবর্তন? তবে এই সমস্ত জল্পনার অবসান ঘটে একেবারে শেষ দৃশ্যে। এই দৃশ্য দেখে অনেকেই হাঁফ ছেড়ে বেঁচেছেন।

সেখানে দেখা যায়, জিতু কমল অর্থাৎ আসল আর্য এখনো রয়েছেন, আর অর্কজ্যোতি পাল চৌধুরী অভিনয় করছেন সম্পূর্ণ নতুন চরিত্র ‘অর্ঘ্য সিংহ রায়ে’র ভূমিকায়।অর্থাৎ, প্রধান চরিত্রের মুখ বদল নয়, বরং গল্পে যোগ হয়েছে নতুন রহস্যময় মোড়! এখন দেখার, এই নতুন সম্পর্কের সমীকরণ কীভাবে গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে!

Piya Chanda