ছোট পর্দার এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘অরিজিতা মুখোপাধ্যায়’ (Arijita Mukhopadhyay), সম্প্রতি সমাজ মাধ্যমে এক বিস্ফোরক পোস্ট করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকের ‘বাবুর মা’ (Krishna) চরিত্রের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী বর্তমানে স্টার জলসার ‘তেঁতুলপাতা’ (Tentulpataa) ধারাবাহিকে অভিনয় করছেন। শুধু ছোটপর্দায় নয়, সিনেমার দুনিয়াতেও কাজ করছেন তিনি।
‘কিলবিল সোসাইটি’ (Killbill society) ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে সম্প্রতি নিজের পারিশ্রমিক সংক্রান্ত একটি পোস্ট করে সকলের নজরে এসেছেন, যা পরে মুছে ফেলেন অভিনেত্রী। অরিজিতা সমাজ মাধ্যমে এদিন লেখেন, “নিজের পরিশ্রমের টাকা, দায়িত্ব নিয়ে কাজ করে দেওয়ার পর কোনটা নির্দিষ্ট সময় টাকা পেয়ে যাওয়ার? অথচ মুখ ফুটে বারবার চাইতে আমারই বাধে। যাঁরা দিচ্ছেন না, তাঁদের বাধে না?”

অভিনেত্রীর এরূপ বক্তব্য থেকে স্পষ্ট, তিনি পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন। পোস্টটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। অনেকেই মনে করছেন, হয়তো কোনও কাজের পারিশ্রমিক এখনও পাননি তিনি। তবে পোস্টটি কিছুক্ষণের মধ্যেই তিনি ডিলিট করে দেন, যার ফলে এই রহস্য আরও ঘনীভূত হয়েছে। এই প্রসঙ্গে অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র (Sanghasri Sinha Mitra) ও প্রতিক্রিয়া জানান।
তিনি অভিনেত্রীর করা পোস্টটির নিচে মন্তব্য করেন, “ক্ষমতার বহির্প্রকাশ! আমি তোমাকে কাজ দিয়েছি, সেটাই যথেষ্ট।” তাঁর এই মন্তব্য অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে— তবে কি ইন্ডাস্ট্রির ক্ষমতার ভারসাম্যের দিকেই ইঙ্গিত করেছেন তিনি? নেটিজেনদের একাংশ মনে করছেন, টলিপাড়ায় বহু শিল্পীই পারিশ্রমিক সংক্রান্ত সমস্যায় পড়েন, কিন্তু মুখ খুলতে ভয় পান।
আরও পড়ুনঃ নায়ক বদল? ‘চিরদিনই তুমি যে আমার’-এ বদলে যাচ্ছে আর্যর মুখ! জিতু কমলের জায়গায় কে?
তবে অরিজিতা সেই বিষয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করলেও, পরে পোস্ট মুছে দিয়ে ইঙ্গিতপূর্ণভাবে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। এই ঘটনার পর অভিনেত্রীর ভক্তরা জানতে চাইছেন, তিনি ঠিক কী কারণে এমন পোস্ট করেছিলেন, এবং কেনই বা তা মুছে ফেললেন? আপাতত এই নিয়ে কোনও মন্তব্য করেননি অরিজিতা, তবে তাঁর এই পোস্ট যে ইন্ডাস্ট্রির অন্দরমহলের বাস্তব চিত্র প্রকাশ করেছে, তা বলাই বাহুল্য।