জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘কী আছে এর মধ্যে যে মেয়েরা টপাটপ প্রেমে পড়ে?’ দিয়ে, সুরভিকে ছেড়ে শার্লির সঙ্গে প্রেম করে কটাক্ষের শিকার অভিষেক!

ফুলকিকে ভুলেছে রোহিত! নায়কের জীবনজুড়ে রয়েছে শুধুই শালিনী! জি বাংলার ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের মুখ্য অভিনেতা অভিষেক বসু (Abhishek Basu) টলিউডের টেলি জগতের অন্যতম পরিচিত মুখ। বিনোদন জগতে অভিনয়ের জন্য প্রশংসিত হলেও, অভিনেতাকে নিয়ে নানান ধরনের গুঞ্জনই শোনা যায় ষ্টুডিও পাড়ায়। অভিষেক ফুলকি ধারাবাহিকের আগেও অনেক সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। প্রাথমিক জীবনে অভিনেতা পার্শ্ব চরিত্রের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেছিল।

অভিষেকের প্রথম কাজ বড়ো পর্দাতে হলেও ছোট পর্দায় ভিন্ন সিরিয়ালের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। অভিনেতার কয়েকটি উল্লেখযোগ্য কাজ হল- ‘বোঝেনা সে বোঝেনা’, ‘সীমারেখা’, ‘ফুলকি’, ‘গঙ্গারাম’, ‘আলতাফড়িং’, ‘নেতাজি’ এবং আরো অনেক।

image 84

বলাই বাহুল্য অভিনেতার অভিনয় নিয়ে দর্শকমহলে যতটাই প্রশংসিত, ঠিক ততটাই গুঞ্জন চলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। প্রসঙ্গত, বিনোদন জগতে এমন অনেক শিল্পীরা রয়েছেন যাঁদের কিনা একাধিক সম্পর্ক থাকে। তাই কিছুটা হলেও তেমনই, অভিষেকেরও ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে নানা অভিনেত্রীদের সঙ্গে জুড়েছে তাঁর নাম।

বর্তমানে, সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেতাকে শার্লি মোদকের সঙ্গে দেখা যাচ্ছে। এখন টেলিপাড়ায় কান পাতলেই নাকি শোনা যাচ্ছে শালিনী অর্থাৎ শার্লির সঙ্গে নাকি অভিষেকের বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে। টলি পাড়ার গুঞ্জন এর আগে অভিনেতার সঙ্গে দিয়া মুখার্জি এমনকি সুরভী মল্লিকের সঙ্গে সম্পর্কে ছিলেন।

এই মুহূর্তে অভিষেক-শার্লির ভিডিওতে অনেক নেটিজেনেরাই মন্তব্য করেছেন। একজন সায়ন্ত মোদকের সঙ্গে তুলনা করে বলেছে, ‘আনদার কনফিউজড বক্স’। আবার কেউ প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসা করেছি ইনি কত নাম্বার প্রেমিকা?। আবার আরেকজন অভিনেতার প্রেমিকাদের উদ্দেশ্যে বলেছে, ‘ এই ছেলেটার দুদিন পরপর গার্লফ্রেন্ড চেঞ্জ করার দেখলে হাসি পায়। এটা মনে হয় চার নম্বর প্রেমিকা। সত্যি মেয়েগুলোকে বলিহারি কী দেখে প্রেমে পড়ে এই ছেলেটার?’

Piya Chanda

                 

You cannot copy content of this page