হলে এখন জমিয়ে চলছে দেব এবং মিঠুনের অভিনীত প্রজাপতি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’ সিনেমা। তবে এই সিনেমা নিয়ে রাজনীতি হয়েছে জোড়কদমে। নন্দনে ঠাঁই পায়নি ‘প্রজাপতি’, ডাকা হয়নি ফিল্ম ফেস্টিভ্যালেও। কিন্তু তারপরও স্বপ্নের উড়ান দিয়েছ ‘প্রজাপতি’। বিভিন্ন সিনেমা হলে প্রকাশ পেয়েছে এই সিনেমা। এক দিনেই ১ কোটি আয় করেছে ‘প্রজাপতি’। শুধুমাত্র পয়লা জানুয়ারিতেই দেব, মিঠুনের সিনেমা ১ কোটি টাকা আয় করে নিয়েছে।
ছবিতে একজন ভারতীয় বিনোদুনিয়ার মেগাস্টার ‘দেব’, আরেকজন টলিউডের সুপারস্টার ‘মিঠুন’। এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা কৌতূহল আগেই ছিল। তবে তা যে একেবারে বাজিমাত করে দেবে তা জানা ছিল না। অভিজিৎ সেনের পরিচালনায় এক মধ্যবিত্ত সংসারে বাবা-ছেলের রোজকার খুনসুঁটির কড়চা দেখানো হয়েছে এই ছবিতে। মশলাদার রাজনৈতিক টিপ্পনি, পুরনো বন্ধুত্ব ফিরে পাওয়া, ভাব-ভালবাসা, সমাজের প্রচলিত ট্যাবু ভাঙা.. সমস্ত উপকরণ ঢেলে খাসা চিত্রনাট্যে তৈরি এই ছবি। ছবিতে বিশেষ করে নজর কেড়েছে বাবা গৌর চক্রবর্তীর অভিনয়।
বলা যেতে পারে, বাংলা ছবির দুর্দিনে এই ছবিটি দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছে। জানা গিয়েছে, মুম্বই, দিল্লি, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে হাউজফুল ছিল এই ছবি। ছবি নিয়ে দেব বলেন, “প্রজাপতি নিয়ে কোনও বিতর্ক তিনি চান না কারণ বিতর্ক থেকে মানুষ ভয় পেয়ে যাবে। সবাইকে হলে এসে সিনেমা দেখার আবেদন করেন অভিনেতা। প্রসঙ্গত, বাবা ছেলের সম্পর্ক নিয়ে এই ছবি। ছেলেকে বিয়ে দিতে তৎপর বাবা, অন্যদিকে আরও নানা সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা উঠে এসেছে ছবির গল্পে”।
এবার ছবির সাফল্যের সাথে বড় ঘোষণা করলেন দেব। প্রজাপতির হাত ধরেই বাংলা ছবির ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন দেব। জানা যাচ্ছে, ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবির অন্যতম প্রযোজকও তিনি। অভিজিতের পরিচালনাতেই এই বছর ডিসেম্বরেই মুক্তি পাবে তাঁদের ড্রিম প্রজেক্ট।সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২২ ডিসেম্বর ২০২৩, আমরা ফিরছি আমাদের স্বপ্নের ছবি নিয়ে। ছবির নাম ও অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করা হবে শীঘ্রই।’
দীর্ঘ ৭ বছর পর বাবা-ছেলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মিঠুন এবং দেব। শুধু তাই নয়, মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির চার দশক পর ‘প্রজাপতি’ ছবিতে একসাথে স্ক্রিন শেয়ার করেছেন মিঠুন এবং অভিনেত্রী মমতা শঙ্কর। দীর্ঘ ৭ বছর পর বাবা-ছেলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মিঠুন এবং দেব। দেব-মিঠুন অভিনীত বাবা-ছেলের এমন রসায়ন দেখতেই প্রেক্ষাগৃহে ভীড় জমিয়েছিলেন দর্শকরা।