Connect with us

  Tollywood

  এবার একসঙ্গে আল্লাহর শরণে যশ-নুসরত, সময় কাটালেন পথশিশুদের সঙ্গে

  Published

  on

  Nusrat Yash

  এখন আর খোলামেলা প্রেম করতে ভয় পান না এই জুটি। তাই মাঝে মাঝেই শুটিং হোক কী ঘোরা, একসাথেই বেরিয়ে পড়েন তাঁরা।

  এবার উদ্দেশ্য ছিল আল্লাহর আশীর্বাদ নেওয়া। তাই যশ নুসরত গেলেন দরগায়। নুসরতের হাতে হাত রেখে দরগায় গেলেন যশ। সেই চিত্র এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

  সোশ্যাল মিডিয়ায় একটি মন ভালো করা মিষ্টি ভিডিয়ো শেয়ার করেন নায়ক। সেখান থেকেই স্পষ্ট যে দুজনেই গিয়েছেন দরগায়। সাদা টি-শার্ট, পরনে ডেনিম ব্লু জিনস রয়েছে নায়কের এদিকে সাংসদ অভিনেত্রী পরেছেন গোলাপি সালোয়ার সঙ্গে মাথায় ওড়না।

  মানুষকে ভালবাসার বার্তা দিলেন যশ। ভিডিও পোস্ট করে লেখেন ‘ঈশ্বর প্রেমের ভাষা বোঝেন…ভালোবাসা ছড়িয়ে দিন, ঈশ্বরকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন…।’ পুজো দিয়ে দুজন সময় কাটালেন বাচ্চাদের সঙ্গে। পায়রাদের খাওয়ালেন নিজের হাতে।

  পথ শিশুদের আইক্রিম খাওয়াতে দেখা গিয়েছে এই জুটিকে। নুসরত মা হওয়ার পরেই যশ-ঈশান আর কাজ নিয়ে এখন খুব ব্যস্ত। তবে তার মাঝেও নিজের জন্যে ঠিক সময় বের করে নেন তিনি।