জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গাঁটছড়াতে জমজমাট পর্ব! গর্ভবতী দ্যুতির দায়িত্ব নিলো ঋদ্ধি, রাহুলের সঙ্গে দ্যুতির বিয়ে দিয়েই ছাড়বে সে

বাংলা ধারাবাহিকগুলোতে এখন বিভিন্ন ধরনের টুইস্ট আনা হয় যাতে ধারাবাহিকগুলোর স্বতন্ত্রতা বজায় থাকে দর্শকদের কাছে।

এবার তেমনই এক বিশেষ জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়াতে এলো বিশেষ পর্ব। স্টার জলসা চ্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ ধারাবাহিক হয়ে উঠেছে গাঁটছড়া। ধারাবাহিকের অন্যতম ইউএসপি হলো জনপ্রিয় টলিউড অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং গৌরব চ্যাটার্জী। খড়ির চরিত্রে অভিনয় করছেন শোলাঙ্কি। নায়িকা তুখোড় অভিনয়ে মন কেড়ে নিয়েছে দর্শকদের। তাই টিআরপি রেটিংয়ে তাক লাগিয়ে দিয়েছে এই ধারাবাহিক।

এবার এখানে এলো একটি বিশেষ টুইস্ট। দেখা গেছিল যে রাহুলের সঙ্গে স’হবাসের পর অন্তঃসত্বা হয়ে পড়েছে দ্যুতি।

কিন্তু রাহুল তার দায়িত্ব নিতে অস্বীকার করে। ফলে শেষমেশ খড়ি ঠিক করে সে রাহুলের সত্যিটা সকলের সামনে আনবে এবং নিজের দিদির অধিকার তাকে ফিরিয়ে দেবে। সোশ্যাল মিডিয়ায় একটি পর্বের ছোট ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে খড়ির সাথে ছদ্মবেশে রাহুলের খোঁজ নিতে একটি হোটেলে গিয়েছে ঋদ্ধি।

তার মধ্যে খড়ির দিদির অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে পাড়ার লোকজন দ্যুতিকে ঘর থেকে বাইরে টেনে আনে। এমন সময় রিত্তিক এর সাথে নিয়ে হাজির হয় খড়ি। সে সময় সবার প্রশ্নের মুখে পড়ে একটি বড় সিদ্ধান্ত নেয় বৃদ্ধি। সে জানায় সে দ্যুতির সন্তানের বাবা অর্থাৎ রাহুলের সঙ্গেই বিয়ে দেবে তার।

এই ভিডিওটি এখন যথেষ্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার দেখার পালা দ্যুতিকে স্ত্রী হিসেবে আদৌ কী স্বীকার করে রাহুল?

Piya Chanda

                 

You cannot copy content of this page