জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আত্মহত্যা করেছিলেন সাগ্নিকের প্রাক্তন প্রেমিকাও! তারপর পল্লবী…বাড়ছে রহস্য

মাত্র দুদিন হল টলিপাড়ায় ছেয়ে রয়েছে একটি খবর। তাহলো টলিউড অভিনেত্রী পল্লবী দের আত্মহত্যা। আদৌ কি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে একাধিক প্রশ্ন যেমন উঠেছে তেমনই তদন্ত চলছে। পুলিশের জেরা করা শুরু করেছে নায়িকার সহবাসের সঙ্গী প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে। একের পর এক রহস্য খুলছে।

মুখ খুলেছেন অভিনেত্রীর প্রেমিকের প্রাক্তন স্ত্রী সুকন্যা মান্না। দুজনের নাকি রেজিস্ট্রি হয়েছিল এবং তার সাক্ষী দিয়েছিলেন অভিনেত্রী পল্লবী নিজেই। তার পরেও কেন পল্লবীর সঙ্গে সম্পর্ক? এই প্রশ্ন যখন উঠেছে তেমনি পাশাপাশি আরেকটি বিষয়ও মাথাচাড়া দিয়েছে।

একটি বেসরকারি সংবাদ মাধ্যম দ্বারা জানা গিয়েছে যে নয় বছর আগে আত্মহত্যা করেছিলেন সাগ্নিকের প্রাক্তন প্রেমিকা সৌমী। কেন আত্মহত্যা করেছিলেন তিনি সেটা জানা যায়নি। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই লোকের মুখে একটাই প্রশ্ন যে এই ব্যক্তির সঙ্গে যেই প্রেম করে তারই কি এমন পরিণতি হয়? সাগ্নিকের চরিত্র কি এমনই?

অন্যদিকে পল্লবীর বাবা তাঁর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে অভিনেত্রী জানিয়ে দিয়েছেন এই দাবি মিথ্যে। দেড় বছর ধরে পল্লবীর সঙ্গে দেখা নেই তাঁর কিন্তু মাত্র আড়াই মাস আগে দেখা হয়েছিল। পল্লবীর আগের ফ্ল্যাটে দুজন মিলে খাওয়া-দাওয়াও করেছেন। অন্যদিকে দুজনের যে সম্পর্ক খুবই ভালো ছিল সেটা নায়িকার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখেই বোঝা যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page