জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল পিলু। শুরু হয়েছে মাত্র কয়েক মাস হল কিন্তু এর মধ্যেই জনপ্রিয়তা বেশ লাভ করে ফেলেছে এই সিরিয়াল। ক্লাসিকাল গানের গল্প দিয়ে শুরু হয়েছিল সিরিয়াল তবে পরবর্তীকালে অনেক টান টান উত্তেজনা হয়েছে। পিলু যে আসলে কল্যাণী এবং আদিত্য নারায়ণের মেয়ে সেটা আমরা জানতে পেরেছি আর সুরমন্ডলের সবাই সেটা জানে। তাই উত্তরাধিকার সূত্রেই গানের প্রতিভা পেয়েছে সে।
যদিও এর মধ্যে আমরা দেখেছি চলে এসেছে নতুন ভিলেন মল্লার বসুমল্লিক। আহীর এবং মল্লার খুড়তুতো জেঠতুতো ভাই।বাবার দাদুর অপমানের প্রতিশোধ নিতে সে সুরমন্ডলে এসেছে এবং কায়দা করে ঋজুলার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। সবথেকে বড় কথা রঞ্জাকেও সে বিয়ে করে নিয়েছে।
যদিও রঞ্জা তার সঙ্গে সংসার করতে রাজি নয় কিন্তু সে যখন রঞ্জাকে জোরাজুরি করে পিলু তখন রঞ্জার পাশে এসে দাঁড়ায়।এটা তো আমরা নতুন দম্পতি দেখতে পাচ্ছি তবে আজকের এপিসোডে যেটা হলো সেটা দেখে হেসে কুটিপাটি খাচ্ছেন দর্শকরা।
রঞ্জা আজকে সুরমন্ডলে প্রথম রান্না করতে ঢুকেছে এবং সে প্রথমেই পোলাও রান্না করবে।তারপরেই সবজি জল তেজপাতা চাল দিয়ে সে একটা যা জিনিস বানানো তা দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা। অনেকের মনে পড়ে গেল রিকি দা রকস্টারের গার্লফ্রেন্ড অ্যাঞ্জির মাছের ঝোল বানানোর কথা। আজকের এপিসোড দেখে মানুষ মন খুলে হেসেছে। আস্তে আস্তে রঞ্জাকে ভালোবেসে ফেলছে সকলে।