জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বৈষ্ণবী ঘরের মেয়ে হলেও কালী পুজোই তাঁর শক্তির উৎস! রাজনৈতিক বিভাজনে এখন কর্মহীন অভিনেত্রী পাপিয়া অধিকারী! কাজের মঞ্চে চাপ কমলেও, দেবীপূজার মহিমায় নতুন উদ্যমে ফিরছেন ‘বিবি পায়রা!’

কালিপুজো আসতেই শহরের আলোয় আলোকিত চারিদিক। এই উৎসবের আবহেও আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ পাপিয়া অধিকারী। কেবল পুজোর মণ্ডপে নয়, সোশ্যাল মিডিয়াতেও তাঁর নতুন লুক এবং অকপট মন্তব্য এখন চর্চার শীর্ষে। এক যুগ আগে পর্দায় ঝড় তোলা “বিবি পায়রা” আজও যেন পাখা মেলে উড়ে বেড়াচ্ছে দর্শকদের মনে।

এ বছর কালীপুজোর সাজে সবাইকে চমকে দিয়েছেন পাপিয়া। কালো জর্জেটের শাড়ি, সাদা ফুলের নকশা, ব্রালেট কাটের ব্লাউজ আর রক্তজবার ফুলে সাজানো খোলা চুল—এই সাজেই তিনি যেন আবার ফিরে গিয়েছেন আশির দশকের পর্দার সেই সময়কালে। পোশাক পরিকল্পক রাইকিশোরী কৃষ্ণকলির কথায়, এই বয়সেও পাপিয়ার প্রাণপ্রাচুর্য অবাক করে দেয়। তাঁর অনুপ্রেরণায়ই ফ্যাশনে ফিরে এসেছে সেই ক্ল্যাসিক ‘বিবি পায়রা’ আমেজ। নিজেও হাসিমুখে জানিয়েছেন অভিনেত্রী, “এই বয়সেও পাপিয়া অধিকারীর বক্ষভাঁজ দেখা যাচ্ছে! এর থেকে মুখরোচক আলোচনা আর কী হতে পারে?”— কথার মধ্যে ছিল একরাশ মজা, আবার আত্মবিশ্বাসও।

পেশাজীবনের কথা উঠতেই পাপিয়া ফিরে গেলেন দিনের পর দিন ক্যামেরার সামনে কাটানো সময়ের স্মৃতিতে। জানালেন, “একটা সময় বহু বিজ্ঞাপনের মুখ ছিলাম। বাপ্পি লাহিড়ির সুরে ‘দেবীবরণ’-এর সেই গান আজও আমার জীবনের সঙ্গে মিশে আছে।” তিনি মনে করেন, সাফল্যের রেশ যদি এখনো দর্শকের মনে রয়ে যায়, তা-ই তাঁর কাছে সবচেয়ে বড় পুরস্কার। বয়সের হিসাব নয়—উদ্দীপনা, প্রাণশক্তিই তাঁর কাছে আসল জীবনবোধ।

তবে কালীপুজো পাপিয়ার কাছে শুধু সাজ আর আলো নয়, এটা তাঁর জীবনের শক্তির উৎসও। ঘোর বৈষ্ণব পরিবারে জন্ম, কিন্তু কালীপুজো তাঁদের বাড়িতে শুরু হয়েছিল এক নতুন অধ্যায়ের মাধ্যমে। একসময় উপহার পাওয়া দেবীমূর্তি প্রতিষ্ঠা করেন তাঁর মা কল্যাণী অধিকারী, সেখান থেকেই শুরু পরিবারের নিজস্ব কালীপুজো। আজ সেই মন্দিরে নিয়মিত ভক্তরা আসেন মানত করতে, কেউ সফল হলে দেবীকে দেন সোনার গয়না।

তবুও জীবনের মঞ্চে যে সব কিছু সহজ ছিল না, তা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকেই বহু পুজো উদ্বোধনের ডাক নাকি আর পান না তিনি। “কাঁচি পড়েছে পেশাজীবনেও, তবু হার মানিনি,” বললেন পাপিয়া। তাঁর কাছে কালীপুজো মানে আলোর উৎসবের সঙ্গে সঙ্গে শক্তির আরাধনাও—যে শক্তি প্রতি বছর তাঁকে নতুন উদ্যমে ফিরিয়ে আনে জীবনের আলোয়।

Piya Chanda