জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“জাত অভিনেত্রী একেই বলে, একটা সংলাপ ছাড়াও কিভাবে মুগ্ধ করা যায় শুধুমাত্র পল্লবী জানে।”— জি বাংলায় পল্লবী শর্মার কামব্যাকে মুগ্ধ দর্শক! নতুন মেগা ‘তারে ধরি ধরি মনে করি’-র প্রথম প্রোমো প্রকাশ্যে! শুরুর আগেই নতুন জুটির বাজিমাত!

কালীপুজোর প্রক্কালেই দর্শকদের জন্য এক বড় সারপ্রাইজ নিয়ে হাজির হয়েছে জি বাংলা! দীপাবলির আগের দিনই প্রকাশ্যে এসেছে আসন্ন মেগা ‘তারে ধরি ধরি মনে করি’-এর (Tare Dhori Dhori Mone Kori) প্রথম প্রোমো। এই প্রোমোই যেন বহু দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। তার কারণ, দীর্ঘদিনের বিরতির পর প্রত্যাবর্তন ঘটল অভিনেত্রী ‘পল্লবী শর্মা’র (Pallavi Sharma)। শেষবার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-তে ‘পর্ণা’ আর আগে ‘কে আপন কে পর’-এর ‘জবা’ চরিত্রে অভিনয় করে তিনি জয় করেছিলেন বাংলার অগণিত দর্শকের মন।

এবার তিনি ফিরছেন এক নতুন গল্পে, একেবারেই অন্য রূপে।এই ধারাবাহিকে পল্লবীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Bishwarup Bandyopadhyay), যাঁকে জি বাংলার দর্শক ইতিমধ্যেই ‘গৌরী এলো’-তে দেখেছেন। গল্পের আবহে প্রেম আর ভক্তি মিলেমিশে তৈরি হয়েছে এক অন্য রকম অনুভুতি। ধারাবাহিকটির গল্প নাকি শ্রীচৈতন্য এবং বিষ্ণুপ্রিয়ার আখ্যান থেকে অনুপ্রাণিত। এদিন প্রকাশ্যে আসা প্রথম প্রোমো দেখে বোঝা যাচ্ছে, কিছুটা তেমনই।

Neem Phooler Madhu, Pallavi Sharma, Bishwarup Bandyopadhyay, Zee Bangla, new serial, Tare Dhori Dhori Mone Kori, New Pair, Star Jalsha, Gouri Elo, Bengali television, Bengali Serial, Actress's Comeback, নিম ফুলের মধু, পল্লবী শর্মা, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, জি বাংলা, নতুন ধারাবাহিক, তারে ধরি ধরি মনে করি, নতুন জুটি, স্টার জলসা, গৌরী এলো, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পল্লবীর কামব্যাক

প্রোমোর শুরুতেই নদীর মাঝখানে নৌকা আর তাতে নায়ক গোরা আনমনা হয়ে গান করছে, এমন দৃশ্যই যেন দর্শককে টেনে নিয়ে যাচ্ছে এক অতিপরিচিত অথচ মায়াময় জগতে। এরপর দেখা যায়, মাঝি চিৎকার করে জানান এক নারী নদীর জলে ভাসছে। সেই মুহূর্তেই নদীতে ঝাঁপ দেয় গোরা, আর সেখান থেকেই শুরু হয় আসল গল্প। রূপমঞ্জরি চরিত্রে পল্লবীর প্রথম উপস্থিতি যেন পর্দা জুড়ে আলো ছড়িয়ে দিয়েছে। হলুদ শাড়িতে ভেজা অথচ স্নিগ্ধ সাজে তাঁর মুখের একঝলকেই দর্শকদের মন কেড়েছে।

আর সেই কারণেই প্রোমো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যা বইছে। কেউ লিখছেন, “জাত অভিনেত্রী একেই বলে, একটা সংলাপ ছাড়াও কিভাবে মুগ্ধ করা যায় শুধুমাত্র পল্লবী জানে।” আবার কেউ মন্তব্য করছেন, “শুধুমাত্র পল্লবীর জন্যই এই ধারাবাহিকটা দেখতে হবে।” অন্যদিকে, বিশ্বরূপের চরিত্রকেও রহস্যময় দেখানো হয়েছে। প্রোমোটির দৈর্ঘ্য মাত্র এক মিনিট, কিন্তু দর্শকদের মতে দুই অভিনেতা অভিনেত্রীর অভিব্যক্তি এতটাই প্রাণবন্ত যে নজর কেড়েছে অল্পেই।

অনেকেই বলছেন, এই জুটি বাংলা ধারাবাহিকে অন্যতম জনপ্রিয় জুটি হতে চলেছে। অনেকের আবার প্রশ্ন, কোন সময় সম্প্রচারিত হবে এটি? কারণ, জি বাংলার প্রাইম টাইম স্লট এখন দখল করে আছে ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’ আর ‘পরিণীতা’-র মতো জনপ্রিয় ধারাবাহিক। ফলে দর্শকদের জল্পনা, পল্লবীর মেগাকে নিশ্চয়ই প্রাইম টাইমে স্থান দেওয়া হবে। তবে একটা ব্যাপার স্পষ্ট— ‘তারে ধরি ধরি মনে করি’-এর প্রোমো ইতিমধ্যেই উৎসবের মরশুমে জি বাংলার দর্শকদের মনে নতুন উত্তেজনা জাগিয়ে তুলেছে।

Piya Chanda