জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ক্রমশ নিম্নমুখী টিআরপি! ‘পরিণীতা’র বর্তমান পরিস্থিতি নিয়ে কী বললেন রায়ান ওরফে উদয় প্রতাপ?

কয়েক সপ্তাহ আগেও বাংলা ধারাবাহিকের টিআরপি দৌড়ে শীর্ষে ছিল ‘পরিণীতা’। রায়ান এবং পারুলের জুটিকে ঘিরে দর্শকের আগ্রহ তখন তুঙ্গে। গল্পের নতুন মোড়, নতুন রসায়ন সব মিলিয়ে অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক জায়গা করে নিয়েছিল নম্বর একে। কিন্তু পরপর দু সপ্তাহে সেই নম্বরে কিছুটা ভাটা পড়েছে। তাতেও দর্শকের কৌতূহল কমেনি। বরং অনেকেই জানতে চেয়েছেন টিআরপি কমার পর অভিনেতা উদয় প্রতাপ সিংহের প্রতিক্রিয়া কী।

উদয় বর্তমানে অভিনয় করছেন রায়ানের চরিত্রে। টিআরপি ওঠানামা নিয়ে তাঁর সংবেদনশীল মত স্পষ্ট। অভিনেতা বললেন যে তিনি পুরোপুরি টিআরপি ভুলে কাজ করেন না। কারণ অভিনয়ের সময় যদিও চরিত্রে ডুবে থাকেন, তবুও সমস্ত শিল্পীর মতো তিনিও জানেন ব্যবসার জায়গাটা কত গুরুত্বপূর্ণ। তাঁর মন্তব্য অনুযায়ী, টিআরপি না থাকলে কোনো শো দীর্ঘদিন চলতে পারে না আর সেটাই শিল্পীদের মাথায় রাখতে হয়।

তবে তিনি একই সঙ্গে জানিয়েছেন যে টিআরপির এই ওঠানামা স্বাভাবিক। আজ এগিয়ে থাকলে কাল পিছিয়ে পড়া অস্বাভাবিক নয়। আবার পিছিয়ে পড়লেও পরের সপ্তাহেই সব বদলে যেতে পারে। উদয়ের কথায়, এখন ধারাবাহিকটি তৃতীয় স্থানে থাকলেও তিনি বিশ্বাস করেন পরের সপ্তাহেই ‘পরিণীতা’ আবার আগের জায়গায় ফিরবে। তাঁর মতে এটি প্রতিযোগিতার নিয়ম এবং মেনে নেওয়াই শিল্পীর পরিপক্বতা।

টিআরপি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করতে রাজি নন উদয়। তাঁর মতে যদি কাজ ভাল হয় তাহলে দর্শক আবারও জড়িয়ে ধরবে ধারাবাহিকটিকে। তাই সামান্য পতনে তিনি বিচলিত নন বরং আরও মনোযোগ দিয়ে অভিনয়ে মন দিতে চান। তাঁর আত্মবিশ্বাসী সুরেই স্পষ্ট, নিজস্ব কাজেই তিনি সবচেয়ে বেশি বিশ্বাস রাখেন।

একই সময়ে উদয় আলোচনায় রয়েছেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। বিশেষ করে স্ত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক নিয়ে যে গুজব ছড়িয়েছে তা অভিনেতা সরাসরি ভুল বলে জানিয়েছেন। তিনি পরিষ্কার করে বলেছেন যে তাঁদের সম্পর্ক আগের মতোই ভাল রয়েছে এবং বাইরে যা রটছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ব্যক্তিগত জীবনকে পাশে রেখে উদয় এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নিজের কাজকে এবং ‘পরিণীতা’কে আবারও টিআরপি তালিকার শীর্ষে ফেরাতে তিনি পুরোপুরি আশাবাদী।

Piya Chanda

                 

You cannot copy content of this page