জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঘরে মন টেকে না, পরকী’য়ার জেরে ভা’ঙছে জনপ্রিয় জুটির বহু বছরের সংসার

একসময় যাঁদের সম্পর্ককে স্থিরতা ও বিশ্বাসের প্রতীক বলা হতো, সেই দম্পতির ঘরে আজ ভর করেছে অশান্তি। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, স্বামী–স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই দূরত্ব বাড়ছিল। বাড়িতে মন না টেকা, দীর্ঘ অনুপস্থিতি, অকারণ রাগ—সব মিলিয়ে পরিবেশ ক্রমশ বদলে যাচ্ছিল। স্ত্রী টের পেতে শুরু করেন, কিছু একটা ঠিক চলছে না।

পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি আচমকা জানতে পারেন স্বামীর জীবনে নয়া এক নারীর উপস্থিতির ইঙ্গিত। এরপর থেকেই সম্পর্কে ফাটল বেড়ে যায়। বহুবার কথা বলেও সমাধান মেলেনি, বরং প্রতিদিনই বাড়তে থাকে সন্দেহ ও তিক্ততা। কাছের মানুষদের মতে, যে জুটি বছর দশেক ধরে একসঙ্গে ছিলেন, তাঁদের মধ্যে এই প্রথম এমন অস্থিরতা দেখা গেল।

জানা গেছে, এই সম্পর্ক ভাঙনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক পরিচিত টেলিভিশন অভিনেত্রী এবং তাঁর স্বামী, যিনি দীর্ঘদিন ধরেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিনেত্রীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, স্বামীর সঙ্গে ওই মহিলার ঘনিষ্ঠতা নিয়ে বহুবার বিরোধ বাধে, যা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে বিচ্ছেদের সিদ্ধান্তে।

অনেক বছর ধরে যাঁরা শিল্পী জগতের অন্যতম সফল জুটি হিসেবে পরিচিত ছিলেন, তাঁদের এই টানাপোড়েন প্রকাশ্যে আসতেই বিস্মিত অনুরাগীরা। অভিযোগ অনুযায়ী, স্বামীর বাড়তে থাকা অনাগ্রহ, দাম্পত্য দায়িত্ব এড়িয়ে চলা এবং বাইরের সম্পর্কই শেষ পর্যন্ত ভেঙে দিয়েছে অভিনেত্রীর সংসার। বর্তমানে দু’পক্ষই আইনি প্রক্রিয়ার পথে এগোচ্ছেন বলে সূত্রের দাবি।

ঘটনার কথা সামনে আসতেই সহকর্মী ও পরিচিতদের মধ্যে নেমেছে চমক ও দুঃখ। অনেকেই বলেছেন, তাঁদের চোখে এ ছিল শিল্পী মহলের সবচেয়ে স্থিতিশীল দম্পতিদের একটি। তবে দীর্ঘদিনের অশান্তি যে ভিতরে ভিতরে জমছিল, তা কেউই আঁচ করতে পারেননি।

ঘনিষ্ঠ মহলের মতে, সম্পর্ককে আর টিকিয়ে রাখা সম্ভব নয় বলেই অভিনেত্রী শেষ সিদ্ধান্ত নিয়েছেন। এখন প্রশ্ন একটাই—এত বছরের সম্পর্কের ইতি টেনে নতুন পথ কেমনভাবে শুরু করবেন এই জনপ্রিয় মুখ? তার উত্তর সময়ই দেবে।

Piya Chanda