জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিবাহিত পরিচয় লুকিয়ে নাকি কাজ করছেন অভিনেত্রী কৌশিকী পাল! দাবি ননদের, আইনি পদক্ষেপ নিতে পারেন ‘বেশ করেছি প্রেম করেছি’ নায়িকা

নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি শুরু হতেই দর্শকের নজর কাড়ছেন অভিনেত্রী কৌশিকী পাল। ছোটপর্দায় এখন তিনি সকলের কাছে পরিচিত জুঁই হিসেবে। এর আগেও গীতা এলএলবি ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল। কিন্তু নতুন কাজ শুরুর মাঝেই আচমকা বিতর্কে জড়িয়ে পড়লেন এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় একজন দাবি করেন যে কৌশিকী নাকি বিবাহিত এবং এই তথ্য তিনি লুকিয়ে রেখেছেন।

বিতর্ক আরও গভীর হয় যখন স্নেহা চক্রবর্তী নামে এক মহিলা নিজেকে কৌশিকীর ননদ বলে পরিচয় দেন। তাঁর দাবি, কৌশিকী নাকি সত্য গোপন করছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ছবি যেখানে দেখা যায় কৌশিকীর গলায় মালা এবং সিঁথিতে সিঁদুর। ছবিগুলি সামনে আসতেই নানান মহল থেকে চর্চা, প্রশ্ন এবং সমালোচনার ঝড় ওঠে। অনেকেই দাবি করেন যে নায়িকা নাকি তাঁর অতীত এবং বিবাহিত জীবনের তথ্য লুকোচ্ছেন।

এই পুরো ঘটনা নিয়ে কৌশিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে তিনি বর্তমানে শুটিং নিয়ে অত্যন্ত ব্যস্ত। নতুন ধারাবাহিক শুরু হওয়ায় তাঁর সময় যাচ্ছে চাপের মধ্যেই। তাই সোশ্যাল মিডিয়ায় কী ছড়াচ্ছে বা কারা কী দাবি করছেন তা তিনি দেখেননি। তাঁর কথায় দু একজন তাঁকে বিষয়টি জানিয়েছে ঠিকই, কিন্তু তিনি নিজে পুরো পরিস্থিতি সম্পর্কে এখনও পরিষ্কার নন।

এদিকে স্নেহা চক্রবর্তী তার বক্তব্যে কৌশিকীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান যে তারা শুধুমাত্র সত্যের বিচার চান। তাঁর দাবি কৌশিকী নাকি বড় অন্যায় করেছেন এবং এই মুহূর্তে তিনি এর বেশি কিছু জানাতে চান না। এতে বিতর্ক আরও বাড়ছে এবং নতুন নতুন প্রশ্ন তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

কৌশিকী এই বিষয়ে আর কোনও মন্তব্য করেননি। তিনি কি আইনি পদক্ষেপ নেবেন তা নিয়েও স্পষ্ট করে কিছু জানাননি। এখনো পর্যন্ত এই বিতর্ক কোন দিকে মোড় নেবে তা জানা না গেলেও দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। সময়ই ঠিক করে দেবে এই ঘটনা শেষ পর্যন্ত কোন পথে এগোয় এবং নায়িকার ভবিষ্যতের উপর এর কোনও প্রভাব পড়ে কি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page