জগদ্ধাত্রী ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গেল বৃহস্পতিবার আর তার সঙ্গে শেষ হলো তিন বছরেরও বেশি সময়ের এক জনপ্রিয় যাত্রা। স্টুডিওর পরিবেশে ছিল মিশ্র অনুভূতি চোখে জল আর মুখে হাসির মেলবন্ধন। রবিবার চোদ্দ ডিসেম্বর প্রচারিত হবে শেষ পর্ব আর তা ভেবে আবেগে ভাসলেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ভক্তরাও। দীর্ঘদিন দর্শকদের মন জয় করে আসা এই সিরিজের অন্তিম দিনে তৈরি হয় এক হৃদয়ছোঁয়া মুহূর্ত।
শেষ দিনের উদযাপনে কেক কেটে স্মৃতির পাতায় আরও একটি সুন্দর অধ্যায় যোগ করলেন অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখার্জি। অফ হোয়াইট রঙের কেকের ওপর লেখা ছিল জগদ্ধাত্রী জেগে থাকবে সব প্রতিবাদী কন্ঠে। ২০২২ সালের উনত্রিশ অগস্ট শুরু হয়েছিল এদের পথ চলা। কখনো প্রেমের গুঞ্জন আবার কখনো মতভেদের খবর ঘিরে ছিল এই জুটিকে। কিন্তু পর্দায় তাদের chemistry সবসময়ই দর্শকদের মুগ্ধ করেছে আর সেটাই জগদ্ধাত্রীর অন্যতম সাফল্য।
এখনও রেটিং তালিকার প্রথম দশে জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। বহুদিন সন্ধে সাতটার স্লট লিড করার পর বেশ করেছি প্রেম করেছি আসায় সময় সরিয়ে দেওয়া হয় সাড়ে সাতটায়। ফুলকি শেষ হওয়ার পরে ভেবেছিল সবাই নতুন সিরিজ সেই জায়গা নেবে। কিন্তু আচমকাই সামনে এলো তারে ধরি ধরি মনে করি এর চমৎকার প্রোমো যা দেখে বেশ উত্তেজিত হয়ে উঠেছেন দর্শকরা। আর তার ফলেই অফিসিয়ালি শেষ হয়ে গেল জগদ্ধাত্রীর অধ্যায়।
নতুন সিরিজের গল্পে দেখা যায় নবদ্বীপের এক ভক্তিময় পরিবেশ যেখানে সবার আদরের রূপমঞ্জরী চরিত্রে ফিরছেন পল্লবী। স্বামী গোরার চরিত্রে রয়েছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় যার জীবন কৃষ্ণভক্তিতে নিমগ্ন। সংসারের সুখের মধ্যে হঠাৎই গোরা ত্যাগ করে সংসার আর রূপমঞ্জরী স্বামীকে খুঁজতে পৌঁছে যায় বৃন্দাবনে। সেখানে গোরার সন্ন্যাসী রূপ দেখে সে হতবাক হয়ে যায় আর গোরা তাকে চিনতেই পারে না।
আরও পড়ুনঃ বিবাহিত পরিচয় লুকিয়ে নাকি কাজ করছেন অভিনেত্রী কৌশিকী পাল! দাবি ননদের, আইনি পদক্ষেপ নিতে পারেন ‘বেশ করেছি প্রেম করেছি’ নায়িকা
প্রোমোতে আরও দেখা যায় রূপমঞ্জরীর অতীতের এক ঝলক নাইটক্লাবে ছোট পোশাকে নাচছে সে। আর এই রহস্যই কি গোরার সন্ন্যাস গ্রহণের কারণ সেই প্রশ্নই এখন সকলের মনে। পল্লবীর এই কামব্যাক সিরিজ কতটা প্রভাব ফেলবে রেটিংয়ে এবং দর্শকরা কেমনভাবে গ্রহণ করবেন তা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
