জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“যা হয়, ভালোর জন্যই হয়। যারা যোগ্য নন, তাঁদের ভগবান নিজে সরিয়ে দেন”— স্পষ্ট ভাষায় কটাক্ষের জবাব দিলেন পিঙ্কি! ভরসা খুঁজতে অন্য দরজা খোলেননি, নিজেই নিজের আশ্রয় হয়েছেন তিনি!

সময়ের স্রোত বয়ে গেছে অনেকটা। কেউ পেয়েছেন নতুন সংসার, আবার কেউ অতীতকেই আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন,কিন্তু এই সবার থেকে ব্যতিক্রম তিনি। হ্যাঁ, কথা হচ্ছে শাসকদলের বিধায়ক তথা অভিনেতা ‘কাঞ্চন মল্লিকে’র (Kanchan Mullick) প্রাক্তন স্ত্রী ‘পিঙ্কি বন্দ্যোপাধ্যায়’কে (Pinky Bannerjee) নিয়ে। বর্তমানে কাঞ্চন, শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) আর কন্যা কৃষভি’র (Krishvi) সঙ্গে সুখের সংসার গড়েছেন। এদিকে পিঙ্কি তাঁর সন্তান ওশ’কে নিয়ে একাকী জীবনেই খুশি। বর্তমানে কি করছেন তিনি? কেমন কাটছে দিনগুলি?

এদিন এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ছোট পর্দায় তেমন একটা কাজ আপাতত করছেন না। তবে ওটিটি ও শর্ট ফিল্মের কাজের প্রস্তাব পেয়েছেন, সেগুলি নিয়েই ভাবনা চিন্তা করছেন। বর্তমানে তিনি ‘টুডেস স্টোরি’ নামক একটা সংস্থার সঙ্গে যুক্ত, যেখানে স্বাধীন নির্মাতাদের কিছু ছবি বেছে নিয়ে সেখান থেকে সেরা ছবির নির্মাতাদের আর্থিক সাহায্য করা হয়, ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেওয়া হয়। এই উদ্যোগকে সামনে রেখে, টলিউড ইন্ডাস্ট্রির প্রতি ক্ষোভ উগরে দেন তিনি।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আজকাল তথাকথিত ইন্ডাস্ট্রিতে হাত-পা বেঁধে নির্মাতাদের জলে ফেলে দেওয়া হয় এবং আশা করা হয় ভালো কাজ করবেন তারা, সেটা কোনোভাবেই সম্ভব না।” ছোট পর্দায় নেই, ওটিটির কাজ নিয়ে চিন্তাভাবনা চলছে, তাহলে বর্তমানে তিনি কি নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন? উত্তরে পিঙ্কি জানান, তিনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। চ্যানেলটির নাম ‘আনবাক-শো’ (Un-Bak-Show)।

যেখানে তিনি তাঁর আত্মীয়া কিংবদন্তি অভিনেত্রী ‘সাবিত্রী চট্টোপাধ্যায়’ এর ছবির কিছু অজানা মুহূর্ত নিয়ে ভিডিও বানান। যেসব মানুষ চলার পথে ছেড়ে গেছে তাদের নিয়ে কি বলতে চান? এই প্রশ্নের উত্তর স্পষ্ট করে জানিয়ে দেন তিনি, যা হয় ভালোর জন্যেই হয়। তাঁরা যোগ্য ছিল না বলেই ভগবান নিজ দায়িত্বে দূরে সরিয়ে দিয়েছেন। তবে বর্তমানে তিনি খুশি আছেন। জীবনকে নতুন করে দেখার সুযোগ পেয়েছেন তাই এবার আর কোনও ভুল করে নষ্ট করবেন না সময়।

জীবনে বাঁচার জন্য কাকে বেশি করে পাশে চান, কে না থাকলে বাঁচা সম্ভব নয়? পিঙ্কির উত্তর হয়তো অনেককেই অবাক করবে। তিনি বলেন, “জীবনে বাঁচার জন্য একমাত্র নিজেকেই প্রয়োজন। নিজেই যদি নিজের পাশে না দাঁড়াতে পারে, তাহলে বাঁচা সত্যিই কঠিন হয়ে যায়। সন্তান, আত্মীয়-স্বজন সবাই থাকবে কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই নিজের শক্তি হয়ে দাঁড়াতে হবে।” অভিনেত্রীর এই বক্তব্যকে অগণিত মানুষ সাধুবাদ জানিয়েছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page