সংগীত জগতে শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) নামটি এক উজ্জ্বল নক্ষত্রের মতো। তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়েছে কোটি শ্রোতা। সম্প্রতি ১২ মার্চ ছিলো সঙ্গীত জগতের এই রানীর জন্মদিন (Birthday) । কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandopadhyay) সঙ্গে তাঁর সম্পর্কে এদিন এক সংবাদ মাধ্যমকে জানান, এই খ্যাতির আড়ালে লুকিয়ে আছে এক মাটির মানুষ, যিনি সহজ-সরল স্বভাবের জন্য পরিচিত। শিল্পী শ্রেয়া আর বাইরে ব্যক্তির শ্রেয়াকে নিয়ে বলতে গেলে শেষ হবে না।
শ্রীজাত এবং শ্রেয়ার প্রথম পরিচয় ঘটে ‘মন কেমন স্টেশন’ অ্যালবামের মাধ্যমে। সেই শুরু, তারপর থেকে একসঙ্গে কাজ করেছেন বহু প্রকল্পে। কবির কলমে লেখা ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’ গানটি শ্রেয়ার কণ্ঠে নতুন মাত্রা পেয়েছিল। শ্রেয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে শ্রীজাত বলেন, “ও আশপাশে থাকলে কেউ গম্ভীর মুখে থাকতে পারে না। ওর কার্যকলাপ সারা ক্ষণই সকলকে প্রবল হাসিঠাট্টার মধ্যে রাখে।”

শ্রীজাত একবার বলেছিলেন, “শ্রেয়া যত বড় শিল্পী, ও ততটাই সহজ-সরল মানুষ। এত বড় মাপের গায়িকা হয়েও ওর মধ্যে একটুও অহংকার নেই। এই বিনয়ী স্বভাবই শ্রেয়াকে সকলের প্রিয় করে তুলেছে। শ্রেয়ার আরেকটি মজার দিক বা যাকে বলা যায় গোপন দিক হলো তাঁর নকল করার ক্ষমতা। তিনি বিভিন্ন মানুষের আচরণ এমনভাবে নকল করতে পারেন, যা সবাইকে হাসির রোল ফেলে।” এই গুণটি তাঁর ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
শ্রীজাতর স্মৃতিতে একটি বিশেষ ঘটনা জায়গা করে নিয়েছে, যখন শ্রেয়া কলকাতায় এসে তাঁর বিলম্বিত জন্মদিন উদযাপনের আয়োজন করেছিলেন। জয় সরকার এবং লোপামুদ্রা মিত্রের সঙ্গে মিলে শ্রেয়া সেই সারপ্রাইজ পার্টির আয়োজন করেন, যা শ্রীজাতর মনে গভীর ছাপ ফেলে। শ্রীজাতর কথায় শ্রেয়া ঘোষাল ব্যাক্তিটি এমন একজন যার সাথে মিশতে শুরু করলে সে তোমার আনন্দতেও যেমন ভাগ বসবে দুঃখতেও ভাগ নেবে।
আরও পড়ুনঃ ২৫ বছরে নতুন অধ্যায়! বদলে যাচ্ছে জি বাংলা! নতুন চমক নিয়ে সম্পূর্ণ নতুন রূপে আসছে কবে?
শ্রীজাত আরো বলেন, “শিল্পী হিসেবে শ্রেয়ার সাফল্যের পেছনে রয়েছে তাঁর অধ্যবসায় এবং গভীর মনোযোগ। গানের অর্থ না বুঝে তিনি কখনো গান গাইতে রাজি নন। ‘মানবজমিনে’ অ্যালবামের জন্য রামপ্রসাদের ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি গাওয়ার আগে তিনি দীর্ঘ সময় ধরে গানের অর্থ বুঝেছিলেন। গাওয়ার সময় তাঁর চোখে জলও এসে গিয়েছিল। এই আবেগ এবং নিষ্ঠা তাঁর সঙ্গীতকে আরও প্রাণবন্ত করে তোলে।”
শ্রেয়া ঘোষাল শুধুমাত্র একজন প্রতিভাবান গায়িকা নন, তিনি একজন অসাধারণ মানুষও। তাঁর সরলতা, উচ্ছলতা এবং সঙ্গীতের প্রতি নিবেদন তাঁকে সকলের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে। শ্রীজাতর সঙ্গে তাঁর এই সম্পর্কের গল্পটি আমাদের শেখায়, খ্যাতির শিখরে পৌঁছেও কীভাবে মাটির কাছাকাছি থাকা যায়। আরো অনেক গান আমরা যেন উপহার পেতে থাকি ওনার থেকে এই আমাদের আশা! আপনাদের কেমন লাগে শ্রেয়ার গান?