জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

২৫ বছরে নতুন অধ্যায়! বদলে যাচ্ছে জি বাংলা! নতুন চমক নিয়ে সম্পূর্ণ নতুন রূপে আসছে কবে?

বাংলা বিনোদনের ইতিহাসে জি বাংলার (Zee Bangla) নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২০০০ সালে পথচলা শুরু করে এই চ্যানেল বাংলার দর্শকদের বিনোদনের স্বাদ এনে দিয়েছে এক নতুন মাত্রায়। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক, রিয়ালিটি শো এবং বিশেষ অনুষ্ঠান দিয়ে তারা বাংলা টেলিভিশনের অন্যতম প্রধান চ্যানেল হয়ে উঠেছে। “সোনার সংসার” (Sonar Sansar) স্লোগানে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই চ্যানেল, যা এখন প্রায় প্রতিটি বাঙালির দৈনন্দিন জীবনের অংশ।

কখনও সুদীপার রান্নাঘর, আবার মহারাজের দাদাগিরি, ডান্স বাংলা ড্যান্স বা গানের সুরে কথা বলা, মীরের পেট ফাটা হাসির শো ‘মীরাক্কেল’, জি বাংলার প্রতিটি শো যেন বাঙালির হৃদয়ে বসবাস করে চলেছে দীর্ঘদিন। কখন তাদের অজান্তেই জি বাংলা হয়ে উঠেছে পরিবারের অংশ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জি বাংলা তার কনটেন্ট এবং উপস্থাপনায় পরিবর্তন এনেছে।

image 45

নতুন প্রজন্মের দর্শকদের আকৃষ্ট করতে ধারাবাহিক, সেট ডিজাইন, গ্রাফিক্স ও প্রোমোশনে একাধিক নতুনত্ব আনা হয়েছে। কিন্তু এবার পরিবর্তনটা আরও বড় হতে চলেছে! শোনা যাচ্ছে, ২৫ বছরের সাফল্য উদযাপন করতে জি বাংলা তার পরিচয়ে বড়সড় বদল আনতে চলেছে! শুধু অনুষ্ঠান বা গল্পে নয়, এবার পরিবর্তন হতে পারে চ্যানেলের মূল পরিচয়ে।

বাংলা টেলিভিশনের ইতিহাসে এত বড় রদবদল খুব কমই দেখা গেছে, যা দর্শকদের জন্য একটি বড় চমক হতে চলেছে। নতুন লোগো, গ্রাফিক্স, আরও অত্যাধুনিক প্রযুক্তি—সব মিলিয়ে এক নতুন রূপে ধরা দিতে পারে জি বাংলা। দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করতেই এই পরিবর্তনের ভাবনা, যাতে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যকেও সম্মান জানানো হয়।

শোনা যাচ্ছে আসন্ন সোনার সংসার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেই নাকি ঘোষণা করা হবে নতুন লোগো। তবে এখনই আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কিন্তু সম্ভাবনা প্রবল যে শিগগিরই জি বাংলা তার দর্শকদের জন্য এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী করতে চলেছে। অপেক্ষায় থাকুন, কারণ বদলের হাওয়া আসছে!

Piya Chanda