টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় সরস্বতী পুজোর আনন্দ ভাগ করে নিলেন একসঙ্গে। দীর্ঘ ১২ বছর পর বাবা-ছেলেকে এক ফ্রেমে এমন এক বিশেষ মুহূর্তে দেখে নেটিজেনরা অবাক! প্রসেনজিৎ এবং তৃষাণজিতের এই নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে বলছেন, “এক ছবিতেই সুপারহিট!”
প্রতি বছর বসন্ত পঞ্চমীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সরস্বতী পুজোর বিশেষ আয়োজন হয়। এবছর সেই পুজোতে ছেলেকে নিয়ে আরও বড় করে উদযাপন করলেন অভিনেতা। প্রসেনজিৎ এবং তৃষাণজিৎ দুজনেই একেবারে বাঙালি সাজে ধরা দিলেন। অভিনেতার পরনে ছিল সাদা পাঞ্জাবি, যার ওপর কালো ও লাল সুতোর জমকালো জামদানি কাজ। অন্যদিকে, তৃষাণজিত পরেছিলেন আকাশি রঙের পাঞ্জাবি, সঙ্গে তার চিরচেনা মিষ্টি হাসি। বাবা-ছেলের এই বিশেষ সাজ দেখে মুগ্ধ ভক্তরা।
ছবিতে স্পষ্ট, একসঙ্গে সময় কাটাতে দুজনেই বেশ উপভোগ করছেন। প্রসেনজিৎ বরাবরই পারিবারিক জীবনকে বিশেষ গুরুত্ব দেন। বিশেষ করে ছেলের প্রতি তার গভীর ভালোবাসা বহুবার প্রকাশ পেয়েছে। এবারও ব্যতিক্রম হলো না। তৃষাণজিৎকে পাশে নিয়ে সরস্বতী পুজোর আরাধনা করলেন তিনি।
তৃষাণজিৎ চট্টোপাধ্যায়, যাকে টলিউডে সবাই “মিশুক” নামে চেনে, এখনও অভিনয়ে পা রাখেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা কম নয়। অনেকেই বলেন, তিনি দেখতে একেবারে তার বাবার মতোই। শুধু চেহারাই নয়, তার হাঁটাচলা, হাসি, এমনকি কথা বলার ধরনও প্রসেনজিতের সঙ্গে মিলে যায়।
প্রসেনজিতের ছেলে হওয়ায় ছোট থেকেই লাইমলাইটে থেকেছেন তৃষাণজিৎ। যদিও অভিনয়ে আসার বিষয়ে তিনি কখনো নিশ্চিত কিছু বলেননি, তবে জানা গেছে, বিদেশে পড়াশোনার সময় তিনি নাটকে অভিনয় করেছেন। প্রসেনজিৎ নিজেও বলেছেন, তিনি চান ছেলে নিজের মতো করে ভবিষ্যৎ গড়ে তুলুক।
প্রসেনজিৎ ও তৃষাণজিতের সম্পর্ক বরাবরই চর্চার বিষয়। অভিনেতা আগেও প্রকাশ্যে বলেছেন, তিনি ছেলের জন্য গর্বিত। কিছুদিন আগে মিশুকের জন্মদিনে বিশেষ উপহার দিয়েছিলেন প্রসেনজিৎ। তখন বাবার সিনেমার গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছিল তৃষাণজিৎকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আর দর্শকরা বলেন, “যেমন বাবা, তেমন ছেলে!”
আরও পড়ুনঃ বিয়ের ৪ মাসেই হয়েছেন মা! ছেলের জন্মের পর এবার তার সঙ্গে সবার পরিচয় করালেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়
কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন তৃষাণজিৎ। ছোট থেকেই ফুটবলের প্রতি তার প্রবল ভালোবাসা। যদিও সময়ের সঙ্গে মানুষের ইচ্ছে বদলায়। বিদেশে পড়ার সময় থিয়েটারের প্রতি তার আগ্রহ তৈরি হয়েছিল। সম্প্রতি বাবার সঙ্গে তার গানের রিল দেখে অনেকেই মনে করছেন, ভবিষ্যতে তিনি হয়তো অভিনয় জগতে আসতে পারেন। এই মুহূর্তে, টলিউডের অনুরাগীরা অপেক্ষা করছেন, প্রসেনজিতের উত্তরসূরি হিসেবে তৃষাণজিৎ বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন কি না। তবে আপাতত বাবা-ছেলের এই মিষ্টি মুহূর্তই ভক্তদের জন্য বড় উপহার।