জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিয়ের ৪ মাসেই হয়েছেন মা! ছেলের জন্মের পর এবার তার সঙ্গে সবার পরিচয় করালেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যাচ্ছিল চারিদিকে চলছে বাগদেবীর আরাধনা, পালন হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা সবাই সবার মতন করে মত্ত ছিল সরস্বতী বন্দনায়। টলিউড (Tollywood) তারকাদের বেশিরভাগ দেখা গেছে হলুদ রঙের পোশাকে।

কিন্তু, বর্তমানে সরস্বতী পুজো ছাড়াও এমন কিছু ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখলে যে কারোর চোখ আটকে যাবে। দুর্গাপুজো মাসের শুরুতেই সামাজিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন টেলি অভিনেত্রী রূপসা। বিয়ের কিছুদিন যেতে না যেতে পরিবারে নতুন সদস্য আসার সুখবর জানিয়ে ছিলেন অভিনেত্রী।

গত মাসের ২৬ তারিখে সায়নদীপ ও রূপসার কোল আলো করে এসেছে পুত্র সন্তান। ছেলের বয়স এখন মাত্র সাত দিন। অভিনেত্রী বিয়ে করার মাত্র চার মাসের মধ্যেই মা হয়েছেন বলে সমাজের নানা স্তরে তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। তবে, কু-সমালোচনায় পাত্তা দিতে নারাজ সায়নদীপ ও রূপসা। এই ব্যাপারে রুপসা সাফ বলে দিয়েছে, “আমি কোনও ভুল করিনি”।

বাঙালির কাছে সরস্বতী পুজো মানেই প্রেম দিবস। আর এই দিনেই এক রত্তির কিছুটা ঝলক শেয়ার করলেন সমাজ মাধ্যমে। সন্তান হওয়ার কিছুদিন আগেও রূপসাকে দেখা গেছে বেবিবাম্প নিয়ে ফটোশুট করতে এমনকি ভরা মাসের সাধের ফটোও শেয়ার করেছে নতুন মা। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সদ্যজাতর ছোট্টো পায়ে চুমু খাচ্ছেন নায়িকা সঙ্গে রয়েছে সায়নদীপও।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আমাদের মতো করে বাঙালির প্রেম দিবস উদযাপন। শুভ সরস্বতী পুজো সবাইকে….”। অভিনেত্রীর বিয়ের ৪মাসের মাথায় মা হওয়া থেকে অসময়ে বিয়ে সবকিছু নিয়েই চূড়ান্ত সমালোচনা চলছে নেটিজেনদের মধ্যে। কিন্তু, রূপসা কোনো কিছুকেই পাত্তা না দিয়ে ব্যস্ত নতুন মাতৃত্বের স্বাদ উপভোগ করতে। শোনা গেছে, ইতিমধ্যেই রূপসা তাঁর ছেলের নাম ঠিক করে ফেলেছে কিন্তু তা এখনও প্রকাশ্যে আনেনি। নামকরণ অনুষ্ঠানের পরেই প্রকাশ্যে আসবে এক রত্তির নাম।

Piya Chanda