জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নক্ষত্রপতন সঙ্গীত জগতে! সরস্বতী পুজোর মাঝেই চলে গেলেন জনপ্রিয় বাঙালি গায়ক

রবিবার থেকে বাংলার চারিদিকে চলছে বাগদেবীর আরাধনা। টলিউডের ছোট পর্দা থেকে বড় পর্দার সকল অভিনেতা অভিনেত্রীরাই ব্যস্ত মাতৃ বন্দনায়। কিন্তু, এরই মধ্যে বাংলার বিনোদন জগতে নেমে এলো শোকের ছায়া। টলিউড (Tollywood) জগতে ঘটলো নক্ষত্রপতন।

গত শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টলিউডের অন্যতম জনপ্রিয় সুরকার তথা গায়ক অধীর বাগচী। মৃত্যুকালে, গায়কের বয়স ছিল ৮০ বছর। বয়সজনিত কারণে বেশকিছু দিন আগে থেকেই গায়ক অসুস্থ ছিলেন। কিন্তু, অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন।

সুরকার উত্তম কুমার থেকে সৌমিত্র চ্যাটার্জী সবার সিনেমাতেই রয়ে গেছে তাঁর ছাপ। ‘দুই পুরুষ’, ‘বনবাসর’-এর মতো বিখ্যাত সিনেমাতে সুর দিয়েছেন অধীর বাগচী। ‘বেহাগ যদি না হয় রাজি’ মান্না দের গাওয়া এই বিখ্যাত গানে সুর দিয়েছেন এই সুরকার। এছাড়াও ‘এন্টনি ফিরিঙ্গি’ ও ‘বন পলাশীর পদাবলী’ মত সিনেমাতে গান গেয়েছেন তিনি।

এই মুহূর্তে বিনোদন জগতে এখন শোকের ছায়া। বর্ষিয়ান গায়ক অধীর বাগচীর প্রয়াণে সংবাদ মাধ্যমকে গায়ক সৈকত মৈত্র জানান, “একটাই আক্ষেপ শেষ সময়ে ওঁর পাশে কেউ ছিল না। খোঁজও রাখেনি কেউ। নিমতলা‌ শ্মশানে শেষকৃত্যের সময় আমরা কয়েকজন শিল্পী কেবল সঙ্গে ছিলাম”।

Soumi