জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘‘আবার সেই শূন্যে এসে দাঁড়িয়েছি, জানিনা এরপর খাওয়াও জুটবে কিনা’’— প্রাণের বন্ধুর বিশ্বাসঘাতকতায় নিঃস্ব পূজা! বড় অঙ্কের প্রতারণা, কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী! কত টাকা চোট গেছে জানেন?

টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood) দুই পর্দারই অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী ‘পূজা বন্দ্যোপাধ্যায়’ (Puja Banerjee)। নিজের অভিনয় দক্ষতা এবং আন্তরিকতার জন্য, দুই ইন্ড্রাস্ট্রিতেই বহু সহকর্মীর প্রিয় বন্ধু হয়ে উঠেছেন তিনি। তবে এবার বন্ধুত্বই যেন কাল হয়ে দাঁড়াল পূজার জীবনে! দীর্ঘ তিন বছরের সম্পর্ক, যাকে পরিবার বলেই ভাবতেন, সেই ‘বন্ধু’র প্রতারণায় আজ একেবারে নিঃস্ব অভিনেত্রী এবং তাঁর স্বামী কুণাল বর্মা!

সম্প্রতি সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসা এক পোস্টে পূজা জানিয়েছেন, তাঁদের সব অর্থ চলে গিয়েছে। কোনও রকমের ব্যবসায়িক লেনদেন বা বিনিয়োগ নয়, এই ক্ষতির পেছনে রয়েছে নিছক বিশ্বাসঘাতকতা! যে ব্যক্তিকে তাঁরা আপনজন ভেবেছিলেন, সেই তাঁদের সঙ্গে এমন প্রতারণা করেছেন, যার জন্য আজ তাদের সব কষ্টার্জিত টাকাই হারাতে হয়েছে।

puja banerjee

পূজার কথায়, গত কয়েক মাস তাঁদের জীবনের সবচেয়ে কঠিন সময় কেটেছে। হঠাৎ অর্থ সংকট, ভবিষ্যতের অনিশ্চয়তা, সব মিলিয়ে দম্পতি একপ্রকার মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে গেছেন। প্রায়শই কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা, সেইসঙ্গে অনুভব করেছেন নিঃসঙ্গতা। পূজার এদিন স্বীকারোক্তি, ‘‘আবারো একেবারে শূন্য থেকে আবার শুরু করতে হবে আমাদের।’’

এই দুঃসময়ে পূজা এবং কুণাল দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁদের কাজ দেখার জন্য, পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সকলকে। টাকার অঙ্ক কিংবা সেই প্রতারকের নাম তাঁরা প্রকাশ না করলেও, পরিস্থিতির গভীরতা বুঝতে দর্শকদের বাকি নেই। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে অগণিত ভক্তরা সাহস যোগাচ্ছে তাঁদের দুজনকে, যাতে বাচ্চাটার কথা ভেবে আর ভেঙে না পড়েন তাঁরা।

তবে এই সংকটের সময়েও হার মানেননি পূজা ও কুণাল। জীবনের এক বড় ধাক্কা সামলে ফের উঠে দাঁড়ানোর লড়াই শুরু করেছেন তাঁরা। বন্ধুত্বের ছলনায় ঠকেও আত্মবিশ্বাস হারাননি। বরং নতুনভাবে পথচলার সাহসই এখন তাঁদের একমাত্র অস্ত্র। আপনাদের কি মনে হয়, সত্যিই কি অভিনেত্রী সঙ্গে এমনকিছু ঘটেছে? নাকি ভবিষ্যতের কোনও কাজের ইঙ্গিত মাত্র!

Tolly Tales

                 

You cannot copy content of this page