জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ক্যামেরার সামনে কেঁদে কেঁটে অনুভূতি আদায় করেছিলেন, প্রতারণা কান্ডে ঘাড়ে দোষ পড়তেই রণমূর্তি পূজার!

অভিনেত্রী ‘পূজা বন্দ্যোপাধ্যায়’ (Puja Banerjee) ও তাঁর স্বামী ‘কুণাল বর্মা’র (Kunal Verma) জীবনে যেন একের পর এক বিপর্যয়। কিছুদিন আগেই সামনে এসেছে একটি দুঃখজনক তথ্য। পূজার দাবি, তাঁদের সঙ্গে এক ‘ঘনিষ্ঠ’ বন্ধুর বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন তাঁরা। দীর্ঘ তিন বছরের সম্পর্ক, পরিবারসম ছিল, সেই মানুষই নাকি তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। বহু বছরের কষ্টার্জিত টাকা এক মুহূর্তে হারিয়ে ফেলেছেন তাঁরা। অভিনেত্রী জানিয়েছিলেন, বিগত কিছু মাস তাঁদের জীবনের অত্যন্ত কষ্টে কেটেছে।

আর্থিকভাবে একেবারে শূন্যে এসে দাঁড়িয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে দর্শকদের প্রতি আশাবাদী আবেদন জানিয়েছেন পূজা ও কুণাল, তাঁদের সাহায্য করতে। অভিনেত্রী বলেছেন, “আমরা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছি। দয়া করে আমাদের পাশে থাকুন, আমাদের সাহস দিন।” তবে এত কিছুর পরও ওই বন্ধুর নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি পূজা বা কুণাল।

প্রতারণার পরিমাণও খোলসা করেননি তাঁরা। কিন্তু তাঁদের কথায় স্পষ্ট, বিশ্বাসভঙ্গের যন্ত্রণা এখনও তাজা। এই দম্পতি এখন শুধুই চাইছেন একটু সহানুভূতি আর নতুন করে জীবন শুরু করার একটা সুযোগ। তবে সম্প্রতি প্রযোজক শ্যামসুন্দর দে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন, যার জেরে উত্তাল হয়ে উঠেছে টলিপাড়া। অভিযোগ, গোয়ায় ছুটি কাটাতে গিয়ে হঠাৎই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি।

প্রযোজকের দাবি, পূজা ও কুণাল তাঁকে অপহরণ করে এক অচেনা জায়গায় আটকে রাখেন এবং দাবি করেন, তাঁদের পাওনা টাকা ফিরিয়ে দিতে হবে। ঘটনাটি ৩১ মে ঘটেছে বলে দাবি করেছেন শ্যামসুন্দর। এই গুরুতর অভিযোগ সামনে আসার পরও প্রথমদিকে কোনো প্রতিক্রিয়া দেননি পূজা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। নিজের সমাজ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

তাঁদের জীবনে চলছে এক কঠিন অধ্যায়, এই নিয়ে তিনি লেখেন, “আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। যারা এই সময় আমাদের পাশে রয়েছেন, তাঁদের কাছে কৃতজ্ঞ। আর যারা ভুল তথ্য ছড়াচ্ছেন, তাঁদের প্রতি আমার কোনও রাগ নেই। ঈশ্বর তাঁদের ভালো করুন। ভগবান সব দেখছেন।” সংযত ভাষায় জবাব দিয়ে পরিস্থিতির গভীরতা বুঝিয়ে দিলেন তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page