জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টলিপাড়ায় আবারও বিয়ে! কবে বাজতে চলেছে দেবাদৃতা ও রাহুলের বিয়ের সানাই? জানিয়ে দিলেন তারকা জুটি

টলিউডে (Tollywood) এখন প্রেমের মরশুম। সুকান্ত আর অনন্যার বাগদানের পরেই, এবার টলিউডের আরেক জনপ্রিয় জুটি অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Basu) এবং অভিনেতা রাহুল দেব বোস (Rahul Dev Bose) তাঁদের সম্পর্ক নিয়ে সম্প্রতি খোলামেলা আলোচনা করেছেন। দুজনেই ছোটপর্দায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে দর্শকদের মন জয় করেছেন।

দেবাদৃতা ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে নীলাঞ্জনা চরিত্রে অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন, অন্যদিকে রাহুল ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। তাঁদের সম্পর্কের সূচনা সম্পর্কে রাহুল জানান, “গিয়ার চেঞ্জের মতো প্রেমটা হয়ে গেল,” অর্থাৎ হঠাৎ করেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দশমীর দিন দেবাদৃতার গালে সিঁদুর লাগিয়ে সকলের সামনে প্রেমের ইস্তাহার করেন রাহুল।

তাঁদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তাঁরা, যা অনুরাগীদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। প্রসঙ্গত ‘আলোর ঠিকানা’ ধারাবাহিক থেকেই নাকি এই প্রেমের সূত্রপাত। বিয়ের পরিকল্পনা নিয়ে দেবাদৃতা জানান, বর্তমানে তাঁরা নিজেদের ক্যারিয়ারে মনোনিবেশ করতে চান। তবে ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁদের। রাহুলও একই মত পোষণ করেন এবং জানান, সঠিক সময়ে তাঁরা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

Rahul Dev Bose, Debadrita Basu, Tollywood, Mithijhora, Relationship, রাহুল দেব বোস, দেবাদৃতা বসু, টলিউড, বিনোদন, বিনোদনের খবর

বিয়ে নিয়ে মজা করে রাহুল বলেন, “বিয়ে যখনই হোক না কেন, ফিশ ফ্রাই কিন্তু থাকছেই, আমার মতে ওটা ছাড়া বিয়ে হয় না”। ৩ মার্চ থেকে জি বাংলায় শুরু হয়েছে ‘দুগ্গামনী ও বাঘ মামা’, সেখানে রাহুল মুখ্য ভূমিকায় আছেন। অন্যদিকে পাশের ফ্লোরেই দেবাদৃতাও। এই প্রসঙ্গে দুজনে বলেন জি বাংলা তাদের ঘরের মতন, বলতে গেলে ‘ম্যাচ মেকার’। সম্প্রতি, দেবাদৃতার জন্মদিনে রাহুল বিশেষ পরিকল্পনা করেন। প্রথমে নিজের বাড়িতে ছোট করে সেলিব্রেশন করেন এবং পরে দেবাদৃতাকে নিয়ে সারপ্রাইজ ডেটে যান।

রাহুল মজার ছলে বলেন, “আমি নিজেই তো উপহার,” যা তাঁদের সম্পর্কের মিষ্টতা প্রকাশ করে। সর্বশেষ, দেবাদৃতা এবং রাহুল তাঁদের সম্পর্ককে সম্মান ও ভালোবাসার সঙ্গে এগিয়ে নিচ্ছেন। দেবাদৃতাকে নিয়ে তাঁর অভিনয় নিয়ে রাহুল যেমন গর্ববোধ করেন, দেবদৃতাও কিন্তু রাহুলকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। ভক্তরা তাঁদের একসঙ্গে দেখতে পছন্দ করেন এবং ভবিষ্যতে তাঁদের সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

Piya Chanda