পুজো মানেই প্রচুর ঘোরাঘুরি, আনন্দ, হুল্লোড়, খাওয়া দাওয়া। তার সঙ্গে অবশ্যই ওই বিশেষ পাঁচটা দিন ঘুরিয়ে ফিরিয়ে নতুন পোশাক পরা। অনেকের তো আবার সকালে একরকম স্বাদ এবং বিকেলে সম্পূর্ণ অন্যরকম সাজ। বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হকিং থেকে শুরু করে বাড়ির সকলের সঙ্গে জমিয়ে আড্ডা সব কিছু রয়েছে এই পুজোকে জড়িয়ে।
এক্ষেত্রে সাধারণ মানুষের থেকে কোন অংশে পিছিয়ে নেই তারকারা। পূজারী কটা দিন প্রতিটি তারকা নিজেদের মতো করে সময় কাটান মায়ের কাছে। তবে অনেকেই দেশ ছেড়ে এই সময় বিদেশে গিয়ে থাকেন কাজের জন্য। তারা তো অবশ্যই মিস করেন তবে যারা দেশে থাকেন এবং বাংলায় থাকেন তাদের কাছে পুজোর এই কটা দিন কোনো কাজ নয়, বরং শুধুই আনন্দ।
এই বছর প্রতিটি টলিউড নায়িকা টাক লাগিয়ে দিয়েছেন নিজেদের স্টাইলে। একেবারে এ বলে আমায় দেখ ও বলে আমায় এমন একটা ব্যাপার। তনুশ্রী চক্রবর্তী, মধুরিমা বসাক, মধুমিতা সরকার কেউই বাদ যাননি। প্রত্যেকেই বেছে নিয়েছেন সাবেকিআনা। মায়ের আশীর্বাদ নিতে একেবারে বাঙালি সাজে সেজে উঠেছেন প্রতিটি নায়িকা।
তনুশ্রী চক্রবর্তী: নায়িকা বেছে নিয়েছেন সাদা রংয়ের ঢাকাই জামদানি। অষ্টমী সকালে একেবারে স্নিগ্ধ সাজ। একসঙ্গে একদম হালকা মেকআপ। আর অবশ্যই খোঁপায় ফুলের মালা লাগাতে ভোলেননি তিনি।
View this post on Instagram
মধুরিমা বসাক: টলিউডের এই অন্যতম জনপ্রিয় নায়িকা সাদা শাড়ি, হাতে পদ্ম নিয়ে সাক্ষাৎ মা লক্ষ্মী। সঙ্গে অবশ্যই একটা খোঁপায় এবং তাতে মালা। অসাধারণ সুন্দরী লাগছে নায়িকাকে এই সাদামাটা সাজে। মহালয়ার দিনে এই ছবিটি শেয়ার করে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।
View this post on Instagram
মধুমিতা সরকার: সপ্তমীর রাতের জন্য তিনি বেছে নিয়েছেন বেগুনি রংয়ের উজ্জ্বল একটি শাড়ি এবং তার সঙ্গে স্লিভলেস ধূসর রঙের ব্লাউজ। সঙ্গে ঝুমকো কানে আর খোঁপায় ফুলের মালা। হাতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে চুরি। রীতিমত জমকালো সাজ।
View this post on Instagram
উষসী রায়: অষ্টমীর অঞ্জলির জন্য তিনি বেছে নিয়েছেন সাদা এবং হালকা গোলাপি রঙের একটি শাড়ি। সঙ্গে একেবারে হালকা মেকআপ এবং সোনালী গয়না। মাথায় খোঁপা এবং তাতে গোলাপ ফুল গুঁজে দিয়েছেন তিনি।
View this post on Instagram