জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“নিজের টাকায় ইন্টারনেট ব্যবহার করি, যা ইচ্ছে পোস্ট করব”, নিন্দুকের ভয়ে শরীর ঢাকাতে রাজি নন ঋ! শরীরকে লজ্জার নয়, অভিব্যক্তির মাধ্যম মনে করেন তিনি! ‘ঠাকুরপুকুর কাণ্ডের পরেও নির্লজ্জ ঋ!’ বলছে নেটপাড়া

ঠাকুরপুকুর কান্ডের পর ফের একবার চর্চায় অভিনেত্রী ‘ঋ সেন’ (Rii) । তবে এবার তাঁর পোশাক ঘিরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram Post) একটি ছবি পোস্ট করেন ঋ, যেখানে তাঁকে দেখা যায় কালো পোশাকে এবং গাঢ় কাজলে ক্যামেরার সামনে সাহসী ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে। তবে ছবি পোস্ট হতেই নেটদুনিয়ায় শুরু হয় জোর বিতর্ক। কিন্তু কারণ কি? ছবিতে নাকি স্পষ্ট ফুটে উঠেছে অভিনেত্রীর স্তনবৃন্ত (Visible Nipple) ! আর এতেই শুরু হয় নানান কটাক্ষ, মন্তব্য আর বিদ্রূপ।

তবে সমালোচকদের কোনও কথাতেই পাত্তা দিতে নারাজ ঋ। বরাবরই নিজের ভাবনায় স্পষ্ট ও অকপট এই অভিনেত্রী জানিয়ে দিলেন, তিনি কারও অনুমতির অপেক্ষা করেন না নিজের জীবন বেছে নিতে। নিজের ইনস্টাগ্রাম পোস্টে নেতিবাচক মন্তব্য আসলেও, তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, এই জীবনের নিয়ন্ত্রণ তাঁর নিজের হাতে। তিনি বলেছে, “কারও বাবার টাকায় তিনি ইন্টারনেট ব্যবহার করেন না, বরং নিজের টাকায় বাঁচতে জানেন।”

নিজের ফ্যাশন সেন্স ও রুচি নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী ঋ সেন। এদিন সংবাদ মাধ্যমকে বললেন, পাশ্চাত্য সংস্কৃতি তাঁকে প্রভাবিত করেছে বরাবর, তাঁর নিজের একটা স্টাইল তৈরী হয়েছে এর ফলে। জেনিফার লরেন্স বা স্কার্লেট জোহ্যানসনের মতো সাহসী অভিনেত্রীদের অনুপ্রেরণার উৎস হিসেবে দেখেন তিনি। তাঁদের মতোই তিনিও পরতে চান যা তাঁকে মানায়, এবং পোশাকের নিচে কী আছে না আছে, তা নিয়ে মোটেই চিন্তা করেন না। বরং এসব বিষয়ে তাঁকে নিয়ে চর্চা হলে, তাতে মজাই পান অভিনেত্রী।

ঋ-এর অতীত সম্পর্ক নিয়েও একটা সময়ে অনেক আলোচনাই হয়েছে। এক সময় পরিচালক কিউ-এর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সে সময়েও আরও অনেক সাহসী ছবি শেয়ার করতে তিনি এবং তখনও এসব নিয়েই ট্রোল ও সমালোচনার শিকার হতে হয়েছে। কিন্তু তাতে কিছুমাত্র ভ্রুক্ষেপ করেননি অভিনেত্রী। বরং নিজের কাজকেই গুরুত্ব দেন বেশি। উল্লেখযোগ্যভাবে, তাঁর ‘কসমিক সেক্স’ ছবি নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছিল।

তেমনই ‘ডেসপ্যাচ’-এ মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয়ও প্রশংসিত হয়েছে। যদিও নিজের অবস্থান স্পষ্ট করার পর ঋ সেই বিতর্কিত ইনস্টাগ্রাম পোস্টটি ডিলিট করে দেন। তবে ততক্ষণে ছবি ভাইরাল হয়ে গিয়েছে। বিতর্ক থামেনি, তবে অভিনেত্রীর মত, তিনি চান অভিনয় নিয়ে হোক আলোচনা, পোশাক নয়। তবুও যতই সমালোচনা হোক, ঋ শেষ কথা জানিয়ে দিলেন, নিজের মতো বাঁচাটাই তাঁর কাছে সবচেয়ে বড় সাহস।

Piya Chanda

                 

You cannot copy content of this page