জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

তিনি কেরিয়ার নষ্ট করেছেন বহু তারকার! টলিউডের স্বজনপোষণ নিয়ে এবার নিজের মুখে এই কথা বললেন ঋতুপর্ণা

টলিউডের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর স্বজনপোষণের বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জীবিত অবস্থায় এক অনুষ্ঠানে এসে এই অভিযোগ তুলেছিলেন অভিষেক। শুধু বিশ্বের নয় পাশাপাশি অভিনেত্রী শ্রীলেখা মিত্র টোটা রায়চৌধুরী সকলেই একজোট হয়ে এই এক বিষয়ে মুখ খুলেছিলেন।

এমনকি কিছুদিন আগে প্রয়াত অভিনেতা স্ত্রী সংযুক্ত দাবি করেন যে প্রসেনজিৎ-ঋতুপর্ণা কেউই ন্যূনতম শোকবার্তাটুকুও পাঠাননি মৃত নায়কের পরিবারের উদ্দেশ্যে।

তবে একবার এই নেপোটিজমের অভিযোগের বিরুদ্ধে নীরবতা ভেঙ্গেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নায়িকা জানিয়েছিলেন তিনি ইন্ডাস্ট্রিতে নিজে পরিশ্রম করে এবং নিজের যোগ্যতার জোরে নিজের স্থান তৈরি করেছেন। যদি আগের কাজ অসম্ভব সাফল্য পেত তাহলেই আবার কাজের জন্য ডাক পেতেন নায়িকা। এমনকি নিজেদের মধ্যে নাকি মারামারিও করতেন পরিচালকরা যে কে ঋতুপর্ণাকে আগে নেবেন।

আবার অভিনেত্রী নিজেই স্বজনপোষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু নায়িকা এটিকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই বলেছেন। নায়িকা বলেছেন ঈশ্বরের কৃপায় তাঁর ভাগ্য কখনো খারাপ যায়নি ইন্ডাস্ট্রিতে। কিন্তু বলিউডে সেভাবে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারেননি ঋতুপর্ণা। এই কথা তিনি অকপটে স্বীকার করেছেন।

শুধু টলিউড নয় বলিউডেও স্বজনপোষণ রয়েছে। বহু তারকা এ ব্যাপারে মাঝে মাঝে মুখ খোলেন।

Rituparna

Piya Chanda

                 

You cannot copy content of this page