টলিপাড়ায় নিত্যদিনই শোনা যায় সম্পর্ক নিয়ে নানা কথা। কোথাও নতুন প্রেমের গুঞ্জন, আবার কোথাও বিচ্ছেদের খবর। কিছুদিন আগেই অভিনেত্রী রিয়া গাঙ্গুলি এবং তাঁর স্বামী পরিচালক অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য ভাঙছে এমন খবর ছড়িয়েছিল চারদিকে। রিয়াও তখন বলেছিলেন তিনি দুই সন্তানকে নিয়ে আলাদা থাকবেন এবং দীর্ঘদিন ধরেই মানসিক অশান্তি চলছে তাঁদের সম্পর্কে।
এরপর রিয়া প্রকাশ্যে জানিয়েছিলেন, প্রায় প্রতিদিনই মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে। সেই ‘অসুস্থ সম্পর্ক’ থেকে বেরিয়ে আসাই তাঁর সিদ্ধান্ত ছিল। সোশ্যাল মিডিয়ায় বহুবার বিচ্ছেদের ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। পরিস্থিতি দেখে মনে হয়েছিল আর ফেরার পথ নেই এই দম্পতির।
কিন্তু হঠাৎই পাল্টে গেল ছবিটা। বিবাহবার্ষিকীর দিনে রিয়া সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ভাগ করে জানালেন, সব ভুলে তিনি আবারও অরিন্দমের হাত ধরে ফিরে যেতে চান। পোস্টে তিনি লিখলেন, “অনেক অন্যায় করেছি, ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দিও। আজ শুধু চাই আমরা নতুন করে পথ চলা শুরু করি।” তাঁর এই আবেগপূর্ণ বার্তা দেখে বোঝাই যায়, তাঁদের ১২ বছরের সম্পর্কের টান এখনও অটুট।
রিয়া আরও জানান, যত ঝড়ঝাপটা আসুক, এই দাম্পত্য জীবন তাঁরা আবারও ধরে রাখতে চান। দুই সন্তানের কথাও তাঁদের এই ফেরা সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছে। আগেও তাঁরা সন্তানদের কথা ভেবে একই ছাদের নিচে থাকার চেষ্টা করেছিলেন, তবে এইবার মনে হচ্ছে সম্পর্ক মেরামত করার ইচ্ছা আরও দৃঢ়।
আরও পড়ুনঃ ‘নদীতে ঢিল মারলে তাঁর কিছুই হবে না, সাঁতার না জেনে নদীতে নামলে নিজেই ভেসে যাবে!’ ‘চিরদিনই তুমি যে আমার’-এর জন্য দিতিপ্রিয়ার ওয়েব সিরিজ হাতছাড়া হওয়ার দাবিতে উত্তাল নেটপাড়া, প্রতিক্রিয়া জানিয়ে এবার পোস্ট করলেন জিতু!
রিয়ার পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরে যায় কমেন্ট বক্স। বন্ধু, সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা—সকলেই খুশি যে বিবাদ ভুলে আবার এক হচ্ছেন এই দম্পতি। ১২ বছরের দাম্পত্যের নতুন অধ্যায় শুরু হওয়ায় নেটিজেনরাও তাঁদের জন্য শুভকামনা জানিয়েছেন।
