রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায় মানেই আলাদা উন্মাদনা। ছোট পর্দার দর্শকদের কাছে এই জুটি দীর্ঘদিন ধরেই ভীষণ প্রিয়। তাঁদের একসঙ্গে প্রথম দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক তুমি আশে পাশে থাকলে। সেই ধারাবাহিকেই মূলত অঙ্গনার ছোট পর্দায় যাত্রা শুরু হয় এবং খুব অল্প সময়েই তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। যদিও তার আগেও অঙ্গনাকে ওয়েব সিরিজ ও ছবিতে দেখা গিয়েছিল, তবে এই ধারাবাহিকই তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। রোহান অঙ্গনার অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল।
এই জুটির জনপ্রিয়তার আর একটি বড় কারণ তাঁদের বাস্তব জীবনের সম্পর্ক। অনস্ক্রিনের ভালোবাসা যে বাস্তবেও রূপ নিয়েছে তা প্রায় সকলেই জানেন। যদিও এই বিষয়টি নিয়ে তাঁরা খুব একটা প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না। তবু তাঁদের একসঙ্গে দেখলেই আলাদা উত্তেজনা তৈরি হয় ভক্তদের মধ্যে। মাঝপথে অঙ্গনার শারীরিক অসুস্থতার কারণে ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। তাঁর জায়গায় নতুন মুখ এলেও রোহান ও অঙ্গনার জুটিকে দর্শকরা দীর্ঘদিন মিস করেছেন।
এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার। কারণ বহুদিন পর আবার ক্যামেরার সামনে একসঙ্গে ফিরছেন রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায়। তবে এই বার তাঁদের দেখা যাবে না কোনও দীর্ঘ মেগা ধারাবাহিকে। বরং একেবারে নতুন ফরম্যাটে দর্শকের সামনে হাজির হতে চলেছেন এই জনপ্রিয় জুটি। ডিজিটাল প্ল্যাটফর্মে এখন মাইক্রো ড্রামার চাহিদা বাড়ছে আর সেই পথেই হাঁটছে এই নতুন প্রোজেক্ট।
জি ফাইভের উদ্যোগে এবং বুলেট অ্যাপের জন্য তৈরি হচ্ছে এই বিশেষ মাইক্রো ড্রামা। কয়েক মিনিটের ছোট ছোট পর্বে শেষ হবে প্রতিটি গল্প। এই সিরিজ পরিচালনা করছেন অনির্বাণ মল্লিক এবং কার্যনির্বাহী প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। গল্পের কেন্দ্রবিন্দু একটি স্ক্যাম। অঙ্গনার চরিত্রটি জড়িয়ে থাকবে জালিয়াতির সঙ্গে এবং সেই ফাঁদেই পড়ে যাবেন রোহানের চরিত্র।
আরও পড়ুনঃ “সব ধরনের হিংসার ঊর্ধ্বে থাকা উচিত শিল্প, তবে এই মুহূর্তে নিরপরাধ মানুষগুলোকে বাঁচানোই হওয়া উচিৎ প্রধান লক্ষ্য!” উত্তাল বাংলাদেশে শিল্প-সংস্কৃতি চেয়ে আগে প্রাণ রক্ষার আবেদন, টলি কুইন কোয়েল মল্লিকের!
ইতিমধ্যেই এই মাইক্রো সিরিজের শুটিং শেষ হয়েছে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৬ এর শুরুতেই মুক্তি পেতে পারে এই নতুন কাজ। যদিও এখনও পর্যন্ত সিরিজের নাম চূড়ান্ত হয়নি। তবে রোহান ও অঙ্গনাকে আবার একসঙ্গে দেখার খবরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। পর্দায় তাঁদের রসায়ন আবারও মন জয় করবে বলেই আশা অনুরাগীদের।
