জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সকাল সকাল দেবকে ফোন করে কেঁদে ফেললেন রুক্মিণী! হঠাৎ এমন কী হল অভিনেত্রীর সঙ্গে?

টলিউডের জনপ্রিয় জুটি দেব-রুক্মিণী (Dev-Rukmini) সবসময়ই থাকেন খবরে। কিন্তু এবার তাঁদের নিয়ে সামনে এল এমন এক ঘটনা, যা শুনে দর্শকরা হেসে কুটি কুটি! দেব-রুক্মিণীর এই সম্পর্ক শুধুই রোমান্টিক নয়, তার মাঝেই মিশে আছে মিষ্টি খুনসুটির গল্প। আর সেই গল্প এবার উঠে এল এক জনপ্রিয় টেলিভিশন শো-তে, যেখানে অভিনেতা দেব নিজেই করলেন চমকে দেওয়া এক স্বীকারোক্তি।

শো চলাকালীন দেব জানান, এক সকালে হঠাৎ রুক্মিণীর ফোন আসে। সকাল আটটা বাজতেই মেজাজ চড়া গলায় কান্না জুড়ে দেন তিনি। ফোনের ওপার থেকে দেব শোনেন, “আমাকে কেউ খাবার দেয়নি… আমি এখনই চকোলেট কেক চাই!” দেবের এই বক্তব্যে চমকে যান সৌরভ গঙ্গোপাধ্যায়ও, যিনি সেই সময় শো-এর সঞ্চালক। তিনি মজা করে বলেন, “সকাল আটটায়?” রুক্মিণী তখন একটু লজ্জা পেয়ে বলেন, “আই অ্যাম সরি।”

দাদাগিরি’র ওই বিশেষ পর্বে বসেছিল দেব-রুক্মিণীর জমজমাট আড্ডা। সম্ভবত ‘চ্যাম্প’, ‘ককপিট’ বা ‘কিশমিশ’ – কোনও একটি ছবির প্রচারে এসেছিলেন তাঁরা। সেই সময়ে একে অপরকে নিয়ে এমনই নানা ঘটনা ফাঁস করেন দেব-রুক্মিণী, যা দর্শকের মন ছুঁয়ে যায়। দেব-রুক্মিণীর এই সহজাত বন্ধুত্ব আর প্রেমের রসায়ন দর্শক মহলেও দারুণভাবে গ্রহণযোগ্য।

এই মুহূর্তে লন্ডনে ‘প্রজাপতি টু’ ছবির শুটিংয়ে ব্যস্ত দেব। তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘ধূমকেতু’ মুক্তি পাবে আগামী ১৪ অগাস্ট। এই বছর আরও দুটি ছবি আসছে দেবের প্রযোজনা সংস্থা থেকে – ‘রঘু ডাকাত’ এবং ‘প্রজাপতি টু’। পুজোর ছবিতে দেবের বিপরীতে থাকছেন ইধিকা পাল এবং বড়দিনে দেখা যাবে জ্যোতির্ময়ী কুণ্ডুকে।

আরও পড়ুনঃ লোকচক্ষুর আড়ালে বিয়ে সারলেন বনি-কৌশানি? উল্টো রথের দিন গোপনে হল মালাবদল! বনি-কৌশানির ভিডিও দেখে হুলুস্থুল সমাজ মাধ্যমে!

‘চ্যাম্প’ থেকে ‘কিশমিশ’, একাধিক ছবিতে দেবের বিপরীতে রুক্মিণী মৈত্র। কিন্তু দীর্ঘদিন হয়েছে এই জুটি একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। অনুরাগীরা অপেক্ষা করছেন, কবে আবার দেব-রুক্মিণীর রোম্যান্স ফিরবে পর্দায়। আপাতত আগামী বছর এই জুটিকে একসঙ্গে দেখা যাবে কিনা, তা নিয়েই জল্পনা। তবে বাস্তব জীবনের এই মিষ্টি মুহূর্তই প্রমাণ করে, সম্পর্কটা ঠিক কতটা গভীর আর প্রাণবন্ত।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page