জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আর্টিস্ট চোর! বড়বাজারে গয়না চুরি বাঙালি অভিনেত্রীর! ২২শের পর ২৫ সালে ফের গ্রেপ্তার অভিনেত্রী রূপা দত্ত, উদ্ধার সোনার গয়না ও নগদ টাকা!

অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ ছবিতে অভিনয় করে একসময় আলোচনায় ছিলেন অভিনেত্রী রূপা দত্ত। কিন্তু এবার ফের ভুল কারণে শিরোনামে এলেন তিনি। চুরির অভিযোগে আবারও পুলিশের জালে ধরা পড়েছেন এই অভিনেত্রী। অভিযোগ, লাখ লাখ টাকার সোনার গয়না এবং নগদ টাকা চুরির সঙ্গে যুক্ত রয়েছেন রূপা।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর ২০২৫ বিকেল সাড়ে চারটার দিকে কলকাতার আদি বাঁশতলা লেনের একটি দোকানে কেনাকাটা করছিলেন এক মহিলা। সেই সময়ই তাঁর পার্সটি চুরি হয়ে যায়। পার্সের ভিতরে ছিল প্রায় ২০ গ্রাম ওজনের একটি সোনার মঙ্গলসূত্র, বৈষ্ণো দেবীর লকেটসহ ২১ গ্রাম ওজনের একটি চেইন, দুটি ব্রেসলেট (ওজন যথাক্রমে ১৩ ও ৯ গ্রাম) এবং নগদ ৪,০০০ টাকা। চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পাশাপাশি এলাকার তথ্যদাতাদেরও ফুটেজ দেখানো হয়। প্রযুক্তিগত নজরদারির সাহায্যে সন্দেহভাজনকে চিহ্নিত করা হয় এবং বড়বাজার এলাকায় গোপন পর্যবেক্ষণ চালানো হয়। শেষ পর্যন্ত ডিডি ওয়াচ সেকশন এবং মহিলা পুলিশের যৌথ অভিযানে ব্র্যাবোর্ন রোডের নন্দরাম মার্কেটের কাছ থেকে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশি জেরায় ধরা পড়ে, ধৃত মহিলাটি আসলে অভিনেত্রী রূপা দত্ত। এরপর তাঁর গড়চা রোডের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে একটি সোনার মঙ্গলসূত্র, বৈষ্ণো দেবীর লকেটসহ একটি সোনার চেইন এবং দুটি সোনার ব্রেসলেট। মোট উদ্ধার সোনার ওজন প্রায় ৬২.৯৫ গ্রাম।

সাক্ষীদের উপস্থিতিতে এবং আইনি প্রক্রিয়া মেনে উদ্ধারকৃত গয়না ও সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও চুরির অভিযোগে রূপা দত্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ফের একই ধরনের ঘটনায় তাঁর নাম জড়ানোয় অবাক সিনে মহল।

Piya Chanda