পরিচালক অরিন্দম শীল ও তাঁর পরিবারে প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহন করছে তাঁদের জগদ্ধাত্রীপুজো। এ বছরও বাদ যায়নি সেই ধুমধাম। শীল পরিবারের ১৯২ বছরের পুজো এখনও একই উচ্ছ্বাসে পালিত হয়। আর এই আয়োজনের পুরোটার দায়িত্বে থাকেন অরিন্দমের সঙ্গী শুক্লা দাস।
এই পুজোর অন্যতম বিশেষ রীতি হল ‘ধুনোপোড়া’, যা বহু বছর ধরে চলে আসছে তাঁদের পরিবারে। অরিন্দম বলেন, “আমরা সুবর্ণবণিক পরিবার। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই নিয়ম পালন করা হচ্ছে। আগে মা করতেন, এখন শুক্লা ও আমার ভাইয়ের বৌ এই আচার করে।”
সন্তান ও স্বামীর মঙ্গলকামনায় এই আচার পালন করেন পরিবারের গৃহবধূরা। ধুনো পোড়ানোর সময় ঘর ভরে ওঠে ধূপের গন্ধে ও প্রার্থনার আবেশে। পুজোর দিন শীলবাড়িতে সেই দৃশ্য দেখার মতো—অরিন্দম পরেছিলেন হলুদ পাঞ্জাবি, আর শুক্লার পরনে ছিল হলুদ কাঞ্জিভরম শাড়ি। মাথায় গামছা বেঁধে মন দিয়ে তিনি পালন করছিলেন সেই রীতি।
শুক্লা জানান, “আগে আমার শাশুড়িমা এই ধুনোপোড়া করতেন। ২০২১ সাল থেকে আমি নিয়মটা পালন করছি। এই আচার করলে মনে অদ্ভুত শান্তি পাই।” প্রতি বছর এই আচার পালন করা তাঁর জীবনের একটা আবেগের অংশ হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ ‘বৃষ্টি নারী নন, একজন ট্রান্সজেন্ডার!’ ইচ্ছাকৃতভাবে তাকে লাঞ্ছিত হতে হচ্ছে, অশ্লীলতার অভিযোগে ক্ষুব্ধ অভিনেতা ঋজু বিশ্বাস, নিজের সম্মান রক্ষায় যাচ্ছেন আদালতে
অরিন্দম-শুক্লার পুজোর ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। অনেকে প্রশংসা করেছেন তাঁদের পারিবারিক ঐতিহ্য ধরে রাখার জন্য। শুক্লা বলেন, “এই নিয়ম শুধু আচার নয়, এটা আমাদের পরিবারের ভালোবাসা আর সম্পর্কের বন্ধনের প্রতীক।”

