হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক পোস্ট। বৃষ্টি মণ্ডল নামে এক মহিলা অভিযোগ তোলেন জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-এর অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে। তাঁর দাবি, ঋজু নাকি তাঁকে ‘অশালীন প্রস্তাব’ দিয়েছেন, এমনকি যৌন সম্পর্কের ইঙ্গিতও করেছেন। বৃষ্টির এই পোস্টের নিচে আরও অনেক মহিলা দাবি করেন, তাঁরাও ঋজুর অনুচিত আচরণের শিকার।
অভিযোগ ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। তবে এবার মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস নিজে। তিনি জানান, পুরো ঘটনাই মিথ্যে ও সাজানো। তাঁর কথায়, “বৃষ্টিই প্রথম আমার সঙ্গে যোগাযোগ করে। সে নিজের মতো করে চ্যাটের কিছু অংশ প্রকাশ করেছে। সম্পূর্ণ কথোপকথন প্রকাশ পেলে আসল সত্যি সবাই জানতে পারবে।”
ঋজু আরও জানান, তিনি ইতিমধ্যেই লালবাজার পুলিশ ও সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছেন। প্রমাণ হিসেবে জমা দিয়েছেন বৃষ্টির সঙ্গে চ্যাট ও স্ক্রিনশট। অভিনেতার দাবি, প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ বৃষ্টির করা পোস্টটি সরিয়ে নিয়েছে।
এখানেই শেষ নয়, ঋজুর আরও বিস্ফোরক দাবি—“বৃষ্টি আসলে নারী নন, ট্রান্সজেন্ডার। নিজেকে মহিলা বলে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তা নয়।” যদিও এই দাবির কোনও সরকারি নথি বা প্রমাণ এখনো সামনে আসেনি। বিষয়টি এখন সাইবার সেলের তদন্তাধীন।
আরও পড়ুনঃ পল্লবী ভক্তদের জন্য হতাশার খবর! জি বাংলার পর্দায় প্রোমো প্রকাশ হলেও এখনই আসছে না ‘তারে ধরি ধরি মনে করি!’ কিন্তু কেন এখনই অন এয়ার হচ্ছে না ধারাবাহিকটি? কী কারণ জানাল চ্যানেল কর্তৃপক্ষ?
অন্যদিকে, বৃষ্টি মণ্ডল তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, “আমি কখনও এমন পোস্ট করিনি, কিন্তু এবার আর চুপ থাকা সম্ভব নয়। উনি আমাকে ভয় দেখাচ্ছেন, সাইবার ক্রাইমের নাম করে হুমকি দিচ্ছেন।” যদিও তিনি বর্তমানে সেই পোস্টটি মুছে ফেলেছেন। এখন দেখার বিষয়, আদালতে গিয়ে কার দাবি প্রমাণিত হয়—ঋজুর অভিযোগ, না বৃষ্টির গল্প।

