জি বাংলার দর্শকদের জন্য এ যেন সুখের মধ্যেও খানিক মনখারাপের খবর। ব্যানিয়ান ট্রিজের প্রযোজনায় আসছে এক নতুন ধারাবাহিক— ‘তারে ধরি ধরি মনে করি’। ইতিমধ্যেই এই নাম ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, এই ধারাবাহিকের মাধ্যমেই টেলিপর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা, যাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। তাঁর বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা বিশ্বরূপ ব্যানার্জি।
প্রথম প্রোমো প্রকাশ পেতেই দর্শকের মধ্যে উচ্ছাস তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, “এইরকম একটা গল্পই চাইছিলাম আমরা।” পল্লবী ও বিশ্বরূপের নতুন জুটি ইতিমধ্যেই দর্শকের মনে কৌতূহল জাগিয়েছে। অনেকেই ধারাবাহিকটির সম্প্রচার তারিখ জানতে উৎসুক ছিলেন।
জানা গিয়েছে, এই ধারাবাহিকের সম্প্রচার আপাতত পিছিয়ে যাচ্ছে। চ্যানেল সূত্রে ইঙ্গিত— বর্তমানে জি বাংলার প্রায় সব জনপ্রিয় ধারাবাহিক টিআরপির তালিকায় উঁচু স্থানে রয়েছে। ফলে নতুন গল্পের জন্য এখনই কোনও স্লট খালি নেই।
চ্যানেল কর্তৃপক্ষের নীতি অনুযায়ী, নতুন ধারাবাহিক তখনই সম্প্রচার করা হয়, যখন কোনও পুরনো সিরিজের জনপ্রিয়তা কমতে শুরু করে। কিন্তু এখন প্রায় সব ধারাবাহিকই ভালো টিআরপি দিচ্ছে। তাই ‘তারে ধরি ধরি মনে করি’ আপাতত অপেক্ষার তালিকায়।
আরও পড়ুনঃ জ্যোতির সাজানো বাবাকে মা’দক খাইয়ে সত্য উগরে নিল ঋষির কাকা, ফাঁদে পড়ে জ্যোতির বাবার লজ্জাজনক স্বীকারোক্তি! দুই বোনের ছলনা এবার ফাঁসের মুখে,—‘জোয়ার ভাঁটা’য় উত্তেজনার পারদ চড়ছে চরমে!
যদিও ভক্তদের আশা— খুব শীঘ্রই টেলিভিশন পর্দায় ফিরবেন তাঁদের প্রিয় পল্লবী শর্মা। প্রোমো দেখে অনেকেই লিখেছেন, “অপেক্ষা বাড়লেও, এই গল্পের জন্য আমরা তৈরি।” এখন দেখার বিষয়, কোন স্লটে অবশেষে জায়গা করে নেয় এই প্রতীক্ষিত ধারাবাহিকটি।

