জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আজ আঠারোতে পা… স্বপ্নগুলো হোক আকাশ ছোঁয়া, লাভ ইউ সোনা বাচ্চা!”— ছেলে রূপস্নাতের জন্মদিনে আবেগঘন বার্তা রূপসা চক্রবর্তীর! মা-ছেলের খুনসুঁটি মন করল সবার! সপরিবারে উদযাপনের মুহূর্ত ভাইরাল!

টেলিপড়ার অন্যতম সফল প্রযোজক ‘স্নেহাশীষ চক্রবর্তী’ (Snehasish Chakraborty) এবং জনপ্রিয় অভিনেত্রী ‘রূপসা চক্রবর্তী’র (Rupsha Chakraborty) ছেলে ‘রূপস্নাত চক্রবর্তী’ (Rupshnaato Chakraborty) এখন প্রায়ই আলোচনায় থাকে। ছোট থেকেই লেখালেখির প্রতি তার আলাদা টান ছিল, আর সেই প্রতিভাকেই এবার কাজে লাগাচ্ছে সে বাবার সংস্থা ‘ব্লুজ প্রোডাকশন’-এর কাজে। বছরের শুরুতেই ‘শোলক সারি’ ধারাবাহিকের জন্যই প্রথম গানের কথা লিখেছিল রূপস্নাত। পড়াশোনার ফাঁকে সুর আর শব্দ নিয়ে ছেলের দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন মা- বাবাও!

ছেলের এই পথচলায় গর্বিত হলেও, রূপস্নাতের লেখা নিয়ে প্রথম দিকে কিন্তু বাবার সন্তুষ্টি আসেনি। বারবার সংশোধন করতে হয়েছে, নতুন করে লিখতে হয়েছে। একসময় ক্লান্ত হয়ে পড়েছিলেন স্নেহাশীষ, কিন্তু ছেলের জেদ তখনও অবিচল। রূপস্নাত নিজেই জানিয়েছিল, “বাবার পছন্দ হচ্ছিল না গান, বারবার প্রত্যাখ্যান হলেও নতুন করে লিখেছি!” অবশেষে তাঁর হেদের কাছে হার মেনে বাবার প্রশংসা করেন। প্রসঙ্গত, এখনও পর্যন্ত অনেক গানই লিখে ফেলেছে রূপস্নাত।

কিছু গান প্রযোজনা সংস্থার কাজের জন্য, কিছু আবার নিজস্ব সৃষ্টি। বছরের শুরুতেই প্রকাশ পেয়েছে তার প্রথম মিউজিক ভিডিও, যা দর্শকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে। মা রূপসা সেই সময়ে বলেছিলেন, “ছেলে আমার হাল ছাড়েনি, আইএসসি চাপেও ঠিক লেখা চালিয়ে গেছে! বাবার মতো ছেলেও কম্প্রোমাইজ করে না।” উল্লেখ্য, অভিনয় ও লেখালেখি, দুয়ের পরিবেশেই বড় হয়েছে রূপস্নাত। তাই সৃজনশীলতার সঙ্গে নিজের পড়াশোনাও একসঙ্গে চালিয়ে যেতে চায় সে।

মা-বাবার ইচ্ছেও তাই। তারা চান, রূপস্নাত যেন কাজ শেখে, কিন্তু নিজের শিক্ষার দিকেও মনোযোগ রাখে। স্নেহাশীষ নিজেও বহু জনপ্রিয় ধারাবাহিকের গান লিখেছেন, এবার সেই উত্তরাধিকার বহন করছে ছেলে। গতকালই ছিল রূপস্নাতের ১৮তম জন্মদিন। সপরিবারে উজ্জাপনের কিছু টুকরো টুকরো মুহূর্ত, মা রূপসা সমাজ মাধ্যমে ভিডিও হিসেবে তুলে ধরেছেন এদিন। সঙ্গে তিনি লেখেন, “আজ আঠারো তে পা…স্বপ্নগুলো হোক আকাশ ছোঁয়া। লাভ ইউ সোনা বাচ্চা!”

সেই ভিডিওতে দেখা গেল, দাদু-ঠাকুমার উপস্থিতিতে কেক কাটার মুহূর্ত এবং মা রূপসার সঙ্গে ছেলের খুনসুঁটিও! শেষে বাবা এবং সপরিবারের সঙ্গে বেশ কিছু ছবিও। সেই ভিডিওতে অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন রূপস্নাতকে। কেউ কেউ বলেছেন, “সবে জীবনটা শুরু তোমার, আরও অনেকটা পথ চলতে হবে। ভবিষ্যতে আরও উন্নতি করো, আর মা-বাবার মতো সফল হয়ে ওদের মুখ উজ্জ্বল করো!” আমাদের তরফ থেকেও রূপস্নাতের আগামীদের জন্য রইলো অনেক শুভকামনা!

https://www.facebook.com/share/r/17SKqx8PpP/
Piya Chanda