টেলিভিশনের ছোটপর্দায় একসময় যাকে হার্টথ্রব বলা হতো, তিনি হলেন আদৃত রায়। মিঠাই ধারাবাহিকের সুবাদে তাঁর জনপ্রিয়তা সত্যিই আকাশছোঁয়া। সৌমিতৃষা-আদৃতের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন মাতিয়ে দিয়েছিল। তবে এরপরের মেগা, মিত্তির বাড়ি, আদৃতকে সেই উচ্চতায় পৌঁছে দিতে পারেনি।
ধ্রুব-জোনাকির গল্প মাত্র আট মাসেই শেষ হওয়ায় দর্শকরা কিছুটা হতাশ হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, আদৃত-পারিজাতের কেমিস্ট্রির অভাবই মিত্তির বাড়ির জনপ্রিয়তার ক্ষেত্রে বড় কারণ। মিঠাইয়ের তুলনায় ধ্রুব-জোনাকির জুটি দর্শকদের মনে ততটা ছাপ ফেলতে পারেনি।
সূত্র অনুসারে আদৃত টেলিভিশনে ফিরছেন নতুন মেগা নিয়ে। শোনা যাচ্ছে, তাঁর নতুন সহ-অভিনেত্রী হবেন শ্বেতা ভট্টাচার্য। মিঠাই শেষ হওয়ার পর দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন আদৃত। এবার আর দেরি না করে নতুন প্রোজেক্টে হাত দেবেন তিনি।
নতুন মেগায় আদৃত ও শ্বেতা-র জুটি ক্রসওভার হবে কি না, তা এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে উভয়ের কাছে সিরিয়ালের প্রস্তাব ইতিমধ্যেই গিয়েছে। দুই তারকারই মুখে এখনই কুলুপ, ফলে দর্শকদের কৌতূহল আরও বাড়ছে।
অদৃতের ফেরা শুধুই তারই নয়, এটি ছোটপর্দায় নতুন দম্পতির অনস্ক্রিন কেমিস্ট্রির অভিজ্ঞতাও হবে। মিঠাইয়ের সাফল্যের পর আবারও দর্শকরা অধীর আগ্রহে তাঁর নতুন রূপ দেখতে অপেক্ষা করছেন। যদি সব ঠিকঠাক হয়, তবে জি বাংলায় নতুন মেগা দর্শকদের হৃদয় জয় করতে পারে।