জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“উত্তমকুমার স্টার, সৌমিত্র তা নন, উনি অভিনেতা”— ফেলুদা চরিত্রে কিংবদন্তি, তবু ‘স্টার’ নন সৌমিত্র চট্টোপাধ্যায়! সৌমিত্র বনাম উত্তম বিতর্ক ফের উস্কে দিলেন সব্যসাচী চক্রবর্তী!

একটা মাত্র নাম, ফেলুদা! শুনলেই বাঙালির মনে ভেসে ওঠে দুটি মুখ— ‘সৌমিত্র চট্টোপাধ্যায়’ (Soumitra Chatterjee) আর ‘সব্যসাচী চক্রবর্তী’ (Sabyasachi Chakraborty)। একজন ফেলুদাকে জন্ম দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়, আরেকজন নবীন প্রজন্মের তথা টেলিভিশন যুগের ফেলুদা। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফেলুদা হয়ে ওঠা যেন সাহিত্য থেকে উঠে আসা জীবন্ত চরিত্রের মতো। আর সব্যসাচী, নব্বইয়ের দশকে যখন ছোট পর্দায় সন্দীপ রায় ফেলুদা ফিরিয়ে আনলেন, সেই চরিত্রকে নিজের মতো করে গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে হাজির হলেন তিনি।

সেই সময়ে বাঙালির সব্যসাচীকে নিয়ে প্রত্যাশা ছিল সীমিত, কিন্তু তিনি তা ছাপিয়ে ফেলুদাকে ফিরিয়ে আনলেন একেবারে নতুন রূপে, তবু যেন চেনা গন্ধ মাখা। ছোট পর্দা থেকে বড় পর্দা, সব্যসাচীর ফেলুদা একসময় হয়ে ওঠে অপ্রতিরোধ্য। অথচ এতটা জনপ্রিয়তা পাওয়ার পরেও তিনি কোনওদিন নিজেকে শ্রেষ্ঠ ফেলুদা মনে করেননি। তাঁর কাছে সৌমিত্র চট্টোপাধ্যায়ই চিরন্তন ফেলুদা, যাঁর ছায়া থেকে বেরিয়ে আসা কোনওভাবেই সম্ভব নয়।

কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সব্যসাচীর মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, “স্টার” বলতে তিনি কাকে এগিয়ে রাখেন, উত্তমকুমার না সৌমিত্র? দ্বিধাহীনভাবে তিনি বলেন, “স্টার হলেন একজনই। সৌমিত্র চট্টোপাধ্যায় একজন অভিনেতা, কিন্তু উত্তমকুমারই প্রকৃত স্টার।” এই বক্তব্যের পর থেকেই নতুন করে উত্তম বনাম সৌমিত্র তুলনার ঢেউ উঠেছে সমাজ মাধ্যমে। তবে সব্যসাচীর বক্তব্যকে হঠাৎ বিরুপ মন্তব্য বলা যায় না।

কারণ সৌমিত্র বাবু নিজেই বহুবার বলেছেন, তিনি কোনওদিনই ‘স্টার’ হতে চাননি। বরং সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হতে চেয়েছেন, ঘুরেছেন মিছিল-মিটিং এবং সমাবেশে। তিনি এটাও বলেন, “উত্তম কুমার স্টার আমি নই।” উত্তম কুমার নিজেকে স্টারের আসনে রেখেছেন বরাবর। এই জায়গা থেকেই উত্তমকুমার এবং সৌমিত্রর জীবনের দর্শন ছিল আলাদা। উত্তম নিজেই বহুবার বন্ধুকে বলতেন, “পুলু, এতটা করো না। বেশি মিটিং-মিছিলে যাওয়া ভালো না, তুমি এখন বড় স্টার!”

অথচ এই স্টারডমে বিশ্বাস করতেন না সৌমিত্র। সব্যসাচী চক্রবর্তী পরেও বাঙালি পেয়েছে নতুন ফেলুদা, টোটা রায়চৌধুরীর মধ্যে। আজ অবশ্য উত্তম-সৌমিত্র, এই দুই কিংবদন্তিই নেই, কিন্তু বাঙালির মনে তাঁদের তুলনা চিরন্তন। ফেলুদার সাদামাটা জীবন যাপনই হোক বা সন্ন্যাসী রাজার স্টারডম, উত্তম-সৌমিত্র তুলনা যেন বাঙালির নস্টালজিয়ায় গাঁথা এমন এক চিরকালীন দ্বন্দ্ব, যার উত্তর হয়তো সময়ের সঙ্গেও বদলায় না।

Piya Chanda

                 

You cannot copy content of this page