বিনোদন জগতের এমন কিছু গল্প আছে যা শুধু বিনোদন দেয় না, দর্শকদের মনে বছরের পর বছর রয়ে যায়। কিছু চরিত্র সময়ের স্রোত পেরিয়েও বারবার ফিরে আসে মানুষের জীবনে—বিশ্বাস, আধ্যাত্মিকতা আর অনুভূতির টানে। বাংলার সংস্কৃতিতে এমনই এক গভীর ছাপ ফেলে যাওয়া নাম ‘সাধক বামাক্ষ্যাপা’।
এমনই একটি গল্পের জন্ম হয়েছিল ছোটপর্দায়, যেখানে সাধক বামাক্ষ্যাপার চরিত্রে দর্শক প্রথম মুগ্ধ হয়েছিলেন। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে সব্যসাচী চৌধুরীর অভিনয় সেই সময় দর্শকের ঘরে ঘরে পৌঁছে যায়। তার বহু আগে অরিন্দম গঙ্গোপাধ্যায়ের বামাক্ষ্যাপা ধারাবাহিক ৩০০০ পর্ব পার করে পরিচিতি পেয়েছিল কিংবদন্তি সিরিয়াল হিসেবে। এমন জনপ্রিয় এক চরিত্র তাই দর্শকের মনে আজও তাজা হয়ে আছে।
দীর্ঘদিন পর সেই চরিত্র ফের বড় আকারে ফিরে আসছে বলে অনুরাগীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। সব্যসাচী আবারও ওই রহস্যময়, আধ্যাত্মিক চরিত্রে অভিনয় করছেন শুনেই দর্শকের প্রত্যাশা আরও উঁচুতে। তাঁর আগের অভিনয় যেমন দাগ কেটেছিল, তেমনই এবারও দর্শক আশা করছেন নতুন কিছু দেখার। অনেকেই বলছেন—যখন কোনও অভিনেতা একই চরিত্রে দ্বিতীয়বার উপস্থিত হন, তখন তা শুধু অভিনয় নয়, বরং এক দায়িত্বও।
আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দার পর এবার বড় পর্দায় ‘সাধক বামাক্ষ্যাপা’ হয়ে ফিরছেন সব্যসাচী চৌধুরী। এসভিএফ-এর প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। বাংলা বছরের শুরুতেই ঘোষণা হয়েছিল ছবির, আর সম্প্রতি সম্পন্ন হয়েছে মহরৎ। উপস্থিত ছিলেন সব্যসাচী, পায়েল দে, সাহেব চট্টোপাধ্যায়, পরিচালক সায়ন্তন ঘোষাল-সহ পুরো টিম। এখান থেকেই আসলে শুরু হয় ছবিকে ঘিরে মূল উত্তেজনা—কারণ বহু বছর পর আবার বড় পর্দায় বামাক্ষ্যাপার জীবন ফুটে উঠতে চলেছে।
আরও পড়ুনঃ ফের টিআরপির শীর্ষে ‘পরশুরাম’! দ্বিতীয় স্থানে ‘বিদ্যা ব্যানার্জি’, কিন্তু জি বাংলার অবস্থা হতাশাজনক! মুখ রক্ষা করল শুধুই পরিণীতা
সব্যসাচীর কথায়, “এই চরিত্রে আবার অভিনয় করতে পারা আমার জন্য সৌভাগ্যের।” ছবিতে মা তারার ভূমিকায় পায়েল দে, আর আধ্যাত্মিকতা, বিশ্বাস ও সাধনার গল্প তুলে ধরবে এই নতুন সিনেমা। দর্শকদের কাছে বামাক্ষ্যাপা মানেই এক রহস্যময় শক্তি—আর সেই শক্তিকেই আবার জীবন্ত করতে প্রস্তুত পুরো টিম। খুব শিগগিরই শুরু হবে শুটিং, আর অপেক্ষায় থাকবে বাংলা সিনেমাপ্রেমীরা—ছোটপর্দার পর বড় পর্দায় বামাক্ষ্যাপার নতুন যাত্রা দেখতে।
