জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের টিআরপির শীর্ষে ‘পরশুরাম’! দ্বিতীয় স্থানে ‘বিদ্যা ব্যানার্জি’, কিন্তু জি বাংলার অবস্থা হতাশাজনক! মুখ রক্ষা করল শুধুই পরিণীতা

ধারাবাহিকগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। সন্ধ্যেবেলায় চা হাতে বসে যেসব গল্প দেখার অভ্যাস গড়ে উঠেছে, সেই গল্পগুলোই আমাদের মনোযোগ আকর্ষণ করে রাখে। কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো আবার ভাবায়—এই সম্পর্কের কারণে ধারাবাহিকগুলো শুধু বিনোদন নয়, দর্শকের অনুভূতির প্রতিফলনও হয়ে ওঠে। তাই প্রতিদিন এই গল্পগুলো দেখার সঙ্গে দর্শকের আবেগও জড়িয়ে থাকে।

প্রিয় ধারাবাহিকগুলো শুধু দর্শকের ভালোবাসা পাওয়াই নয়, একই সঙ্গে চলে টিআরপির কড়া লড়াই। প্রতিটি প্রযোজক এবং চ্যানেল চায় তাদের ধারাবাহিকটি দর্শকের কাছে শীর্ষে থাকুক। তাই গল্পের নাটকীয়তা, চরিত্রের প্রবল প্রতিদ্বন্দ্বিতা, নতুন নাটকীয় টুইস্ট—সবই টিআরপি বাড়ানোর কৌশল হিসেবে ব্যবহার করা হয়। দর্শকের পছন্দের তালিকায় কে কতটা এগোতে পারছে, সেটা বোঝায় এই টিআরপি।

আজকের দিনের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ‘পরশুরাম’ ৭.০ পয়েন্ট নিয়ে, যা প্রায় সব বয়সী দর্শককেই কাবু করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বিদ্যা ব্যানার্জি’ ৬.৮ পয়েন্ট নিয়ে। এই দুটি ধারাবাহিকের মধ্যে লড়াই দেখে বোঝা যায়, দর্শকের মনোযোগ কতটা প্রভাবশালী।

এরপরের অবস্থানে রয়েছে ‘পরিণীতা’ ৬.৭ এবং ‘চিরসখা’ ৬.৫ পয়েন্ট নিয়ে। নবাগত ধারাবাহিক ‘রাঙামতি’ ৬.২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। নতুন ধারাবাহিকগুলো যেমন চেষ্টা করছে, তা দেখে বোঝা যায় দর্শক এখনও নতুন গল্পের জন্য উন্মুখ।

আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা

আজকের শীর্ষ ৫ ধারাবাহিকের তালিকা:
১. পরশুরাম – ৭.০
২. বিদ্যা ব্যানার্জি – ৬.৮
৩. পরিণীতা – ৬.৭
৪. চিরসখা – ৬.৫
৫. রাঙামতি – ৬.২

ট্রেন্ডিং ধারাবাহিকের মধ্যে:
‘মিলন হবে কত দিনে’ (Opening) – ৪.২
‘কনে দেখা আলো’ – ৫.৪
‘কম্পাস’ – ৫.০
‘তুই আমার হিরো’ – ৫.১

Piya Chanda